কলকাতা বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত।
ভুয়ো জাতি শংসাপত্র নিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় ডিগ্রি নিয়েছেন ১৬জন পড়ুয়া। এমনই অভিযোগ ওয়েস্ট বেঙ্গল শিডিউল ট্রাইব ওয়েলফেয়ার অ্যাসসিয়েশন বিভাগের। কলকাতা বিশ্ববিদ্যালয়ে সূত্রে খবর, এই অভিযোগ সত্যি প্রমাণ হলে ওই পড়ুয়াদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে।
সম্প্রতি কলকাতা বিশ্ববিদ্যালয়ের কাছে অভিযোগ আসে পিএইচডি এবং আইন স্নাতক (বিএএলএলবি) স্তরে বেশ কিছু পড়ুয়া আদৌ সংরক্ষিত বিভাগের নয়, কিন্তু তাঁরা ভুয়ো জাতি (কাস্ট) শংসাপত্র দিয়ে সংশ্লিষ্ট বিষয়ে ডিগ্রির জন্য ভর্তি হন। মোট ১৬ জনের বিরুদ্ধে এমন অভিযোগ আসে। যাঁদের অনেকেই ইতিমধ্যে ডিগ্রি নিয়ে বেরিয়ে গিয়েছেন, আবার অনেকে বর্তমানে বিএএলএলবি স্তরে পঠনরত। কলকাতা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দেবাশিস দাস বলনে, ‘‘এমন অভিযোগ আসার পরই আমরা যাচাইকরণের জন্য ওই পড়ুয়াদের সমস্ত নথি সংশ্লিষ্ট বিভাগে পাঠিয়েছি। তাঁরা কি তথ্য পাঠায় তাঁর উপরই পরবর্তী পদক্ষেপ নির্ভর করবে।’’
উল্লেখ্য, মঙ্গলবার স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)-এ ভুয়ো জাতি-শংসাপত্র ব্যবহার করে স্কুলে চাকরি করার অভিযোগ উঠেছে। এই নিয়ে রাজ্য পুলিশের তরফে চিঠিও দেওয়া হয়েছে এসএসসি-কে। শিক্ষকদের পর এ বার পড়ুয়াদের বিরুদ্ধেও অভিযোগ উঠল।