কেমোল্ড আর্ট গ্যালারিতে অনুষ্ঠিত একক প্রদর্শনীতে চন্দন নায়ক নিসর্গ রচনায় তাঁর স্বকীয়তা প্রমাণ করেছেন। ওড়িশা থেকে আসা এই তরুণ শিল্পী নিজের চেষ্টায় নিবিষ্ট ভাবে অনুশীলন করছেন প্রায় এক দশক ধরে। প্রখ্যাত শিল্পী রবীন মণ্ডলের কাছে শিক্ষা তাঁকে আত্মবিশ্বাস জুগিয়েছে। অ্যাক্রিলিকে আঁকা ছবিতে তিনি প্রকৃতিকে নানা দৃষ্টিকোণ থেকে রূপায়িত করেছেন। তাতে আদিমতার স্পন্দন অনুভূত হয়, যা খানিকটা তাঁর শিক্ষকের ঘরানার।
প্রদর্শনী চলছে
অ্যাকাডেমি:
সুজাতা চক্রবর্ত়ী ১৯ ডিসেম্বর পর্যন্ত।
•
সুবিমলেন্দু বিকাশ সিংহ ১৯ পর্যন্ত।
•
শিবানী সেনগুপ্ত এবং সিদ্ধার্থ সেনগুপ্ত ১২ পর্যন্ত।
•
শুভ্রাংশু চট্টোপাধ্যায় এবং দেবযানী দত্ত ১২ পর্যন্ত।
বিড়লাঅ্যাকাডেমি:
অসীম পাল, বরুণ প্রামাণিক কাল শেষ।
•
নাতাশা সরকার কাল শেষ।
কেমোল্ডগ্যালারি:
প্রদীপ মজুমদার কাল শেষ।