ফাইল চিত্র।
রঙিন শুভেচ্ছা সবাইকে। রঙিন হোক দোল, সবার রঙে সুন্দর হয়ে উঠুক উৎসব।
দোল অবশ্যই সামাজিক মিলন, আদান-প্রদান ও সম্প্রীতির বার্তাবহ। আমাদের দেশে শুধু দোল নয়, অধিকাংশ উৎসবই সামাজিক মিলন ও আদান-প্রদানের ক্ষেত্র হয়ে ওঠে। কিন্তু দোল সে সবের সঙ্গে এক পঙ্ক্তিতে থেকেও আলাদা। কারণ দোল সবচেয়ে রঙিন, সম্ভবত সবচেয়ে প্রাণবন্ত।
উৎসব প্রাণবন্তই হোক, শুভদিনে প্রার্থনীয় এমনই। প্রত্যেকেরই খেয়াল রাখা উচিত, উৎসবে বা সামাজিক আদান-প্রদানে সামিল হওয়ার পথটা সকলের ক্ষেত্রে এক রকম নয়। আমরা এক এক জন, এক এক রকম ভাবে অংশ নিই উৎসবে-অনুষ্ঠানে, অংশ নিই নিজেদের মতো করে। ‘নিজেদের মতো’ করে সাজিয়ে নেওয়া সেই একান্ত ব্যক্তিগত পরিসরটায় কারও হস্তক্ষেপ কাম্য নয়। উৎসবের ক্ষণে সে কথা ভুললে কিন্তু চলবে না।
সম্পাদক অঞ্জন বন্দ্যোপাধ্যায়ের লেখা আপনার ইনবক্সে পেতে চান? সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
উৎসব প্রত্যেক বছরের মতো এ বছরও অপার খুশি বয়ে আনুক জীবনে। দোল তথা হোলি ভারতের নানা প্রান্তেই প্রবল উৎসাহে পালিত হয়। খেয়াল রাখা দরকার, আমাদের কারও উৎসাহই যেন অন্যের বিরক্তির কারণ না হয়। রঙের ব্যবহার সংক্রান্ত সতর্কবার্তাগুলো নিজেদের স্বাস্থ্যের জন্যও অত্যন্ত জরুরি। খেয়াল রাখতে হবে সে কথাও।
আরও পড়ুন: শ্রীখোলের বোলে আজ সাম্বা-থুম্বা
আরও পড়ুন: দোলে রঙের লড়াইয়ে ব্রাজিল-দক্ষিণ আফ্রিকা
আসুন, এই দোলে রঙিন হয়ে উঠি সবাই। রঙিন হয়ে উঠি সম্প্রীতির রঙে, সৌভ্রাতৃত্বের রঙে, সামাজিক মিলনের রঙে। সব রঙ মিশে যাক আজ চিরন্তন ভারতীয়ত্বের রঙে।