জ্যান্ত সান্তা।
কলকাতায় বড়দিনের ইতিহাস প্রাচীন নয় একেবারেই। কিন্তু উত্সবপ্রিয় এ শহরের আত্মীকরণে নানা ধর্মের উত্সবের মতোই মিশে গেছে বড়দিনও। শরতের উত্সবের পর, শীতের বড় উত্সব শুরু হয় বড়দিন দিয়েই। সামনেই ইংরেজি নববর্ষের আগমনের অপেক্ষা। কেক, কমলালেবু, সান্টাক্লজ সবই হাজির। সেজে উঠেছে শহরের চার্চগুলো। শহর ঘুরে বড়দিনের প্রস্তুতির নানা দিক তুলে আনলেন আমাদের চিত্রগ্রাহকরা।