চিত্রকলা ও ভাস্কর্য ২

জটিলতার মধ্যেও উজ্জীবনের দর্শন

শান্তিনিকেতনের শিল্পী সনাতন সাহার একক অনুষ্ঠিত হল গ্যালারি ৮৮-এ। ১৮-টি ছবি নিয়ে আয়োজিত এই প্রদর্শনী প্রকৃতি ও মানুষের অজস্র অবয়বের সমাহারে গড়ে ওঠা। আপাত-যুক্তি-অতিক্রান্ত প্রতিমাপুঞ্জের সমাহারে তিনি গড়ে তোলেন কল্পরূপাত্মক, সুররিয়ালিস্ট আবহ। যা আন্তর্জাতিক আবহের নানা টানাপড়েনকে অভিব্যক্ত করে। জটিল জীবনপ্রবাহে আলোড়িত অস্তিত্বের মধ্যে সমন্বয়ী এক উজ্জীবনের দর্শন উন্মীলিত করতে চান তিনি।

Advertisement

মৃণাল ঘোষ

শেষ আপডেট: ১৭ অক্টোবর ২০১৫ ০০:০৫
Share:

শান্তিনিকেতনের শিল্পী সনাতন সাহার একক অনুষ্ঠিত হল গ্যালারি ৮৮-এ। ১৮-টি ছবি নিয়ে আয়োজিত এই প্রদর্শনী প্রকৃতি ও মানুষের অজস্র অবয়বের সমাহারে গড়ে ওঠা। আপাত-যুক্তি-অতিক্রান্ত প্রতিমাপুঞ্জের সমাহারে তিনি গড়ে তোলেন কল্পরূপাত্মক, সুররিয়ালিস্ট আবহ। যা আন্তর্জাতিক আবহের নানা টানাপড়েনকে অভিব্যক্ত করে। জটিল জীবনপ্রবাহে আলোড়িত অস্তিত্বের মধ্যে সমন্বয়ী এক উজ্জীবনের দর্শন উন্মীলিত করতে চান তিনি।

Advertisement

প্রদর্শনী

Advertisement

চলছে

অ্যাকাডেমি: গ্র্যাভিটি পরশু শেষ।

অর্ঘ্য দীপ্ত কর পরশু শেষ।

সুমিত, বেলা, জয়দেব, তুলি ২৩ থেকে ৩০ পর্যন্ত।

ইলোরা আর্ট: রেবা মুখোপাধ্যায় পরশু শেষ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement