চিত্রকলা ও ভাস্কর্য ২

প্রবহমান জনজীবনের প্রতিচ্ছবি

কলকাতার নাগরিক নিসর্গ বিষয়ে তেলরং ও অ্যাক্রিলিকে আঁকা ছবি নিয়ে অ্যাকাডেমিতে প্রদর্শনী করলেন পূর্ণেন্দু মণ্ডল। কলকাতার গভর্নমেন্ট আর্ট কলেজ থেকে প্রশিক্ষিত এই শিল্পী কর্মসূত্রে এখন ছত্তীশগঢ়ে থাকেন।

Advertisement

মৃণাল ঘোষ

শেষ আপডেট: ০২ জুলাই ২০১৬ ০০:০০
Share:

কলকাতার নাগরিক নিসর্গ বিষয়ে তেলরং ও অ্যাক্রিলিকে আঁকা ছবি নিয়ে অ্যাকাডেমিতে প্রদর্শনী করলেন পূর্ণেন্দু মণ্ডল। কলকাতার গভর্নমেন্ট আর্ট কলেজ থেকে প্রশিক্ষিত এই শিল্পী কর্মসূত্রে এখন ছত্তীশগঢ়ে থাকেন। কিন্তু তাঁর ছবির বিষয় কলকাতা। একটু উচ্চকিত বর্ণে তিনি এঁকেছেন কলকাতার পথ, স্থাপত্য ও প্রবহমান জনজীবনের ছবি। স্বাভাবিকতাকে ভেঙে প্রতিচ্ছায়াবাদী রীতিতে কাজ করেছেন। প্রয়োজন ছিল রূপরীতিতে আরও একটু স্বকীয়তার।

Advertisement

প্রদর্শনী

চলছে

Advertisement

সিমা: • সামার শো ২৩ জুলাই পর্যন্ত।

অ্যাকাডেমি: • দিলিপ দাশ, স্বপন পণ্ডিত ৮ পর্যন্ত।

শুভেন্দু পণ্ডিত ৮ পর্যন্ত।

বিমল মিত্র গ্যালারি: • ইতি ভট্টাচার্য ৩ থেকে ৬ পর্যন্ত।

গ্যালারি গোল্ড: • অমল পাওয়ার, আনন্দ রায় প্রমুখ ১০ পর্যন্ত।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement