স্বশিক্ষিত শিল্পী কেশব বন্দ্যোপাধ্যায় পরিত্যক্ত কাঠের টুকরো দিয়ে তৈরি ভাস্কর্যের প্রদর্শনী করলেন সম্প্রতি অ্যাকাডেমিতে। পরিত্যক্ত ধাতু বা স্ক্র্যাপ মেটাল দিয়ে তৈরি ভাস্কর্যের থেকে এই ভাস্কর্যের স্বাদ আলাদা। শিল্পী দেব-দেবীর মূর্তি যেমন তৈরি করেছেন, তেমনি সঙ্গীতের মতো বিমূর্ত বিষয় নিয়েও কাজ করেছেন। অনেক কাজেই সংযোগ থেকে গড়ে উঠেছে সুস্মিত ছন্দ। কিন্তু সব ক্ষেত্রে সেটা ঘটেনি। এই সীমাবদ্ধতাটুকু তাঁর কোনও কোনও রচনায় রয়ে গেছে।
প্রদর্শনী
চলছে
সিমা: • সামার শো আজ শেষ।
অ্যাকাডেমি: • কোয়েল ভট্টাচার্য, সায়নি রায় সরকার, অলকানন্দা হালদার প্রমুখ আজ শেষ।
আলতামিরা আর্ট: • বিধান চন্দ্র সরকার আজ শেষ।
গ্যালারি ৮৮: • অলকানন্দা নাগ, অনির্বাণ হালদার, বিক্রম দাশ প্রমুখ ২০ অগস্ট পর্যন্ত।