চিত্রকলা ও ভাস্কর্য ২

লৌকিকে মেশে ভারতীয় ধ্রুপদ

ঐতিহ্যগত আঙ্গিককে আধুনিকতায় উদ্ভাসিত করার জন্য ছবিতে নানা রকম পরীক্ষা-নিরীক্ষা করছেন উদীয়মান শিল্পীরা। এই চর্চায় উজ্জ্বল অভিঘাত রেখেছেন শিল্পী জয়দেব বালা।

Advertisement

মৃণাল ঘোষ

শেষ আপডেট: ২৪ ডিসেম্বর ২০১৬ ০০:০০
Share:

ঐতিহ্যগত আঙ্গিককে আধুনিকতায় উদ্ভাসিত করার জন্য ছবিতে নানা রকম পরীক্ষা-নিরীক্ষা করছেন উদীয়মান শিল্পীরা। এই চর্চায় উজ্জ্বল অভিঘাত রেখেছেন শিল্পী জয়দেব বালা। অ্যাকাডেমিতে অনুষ্ঠিত হল তাঁর একক প্রদর্শনী। গ্রামীণ বিষয় নিয়ে লৌকিক আঙ্গিকে কাজ করেছেন। লৌকিকের সঙ্গে মিলিয়েছেন ভারতীয় ধ্রুপদী স্বাভাবিকতা। এই সমন্বয়ের মধ্য দিয়েই উজ্বল ভাবে উদ্ভাসিত হয়েছে তাঁর নিজস্ব রূপরীতি।

Advertisement

প্রদর্শনী

চলছে

Advertisement

অ্যাকাডেমি: • বাদল পাল ২৬ পর্যন্ত।

গ্যালারি ৮৮: • খগেশ্বর রাউত ৩১ পর্যন্ত।

আলতামিরা গ্যালারি: • অর্ণব রায় ২৮ পর্যন্ত।

তাজ বেঙ্গল: • বিপ্লব দালাল ২৬ পর্যন্ত।

আইসিসিআর: • ক্রিসমাস কালার কার্নির্ভাল ২৬ পর্যন্ত।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement