প্রতীকী ছবি।
‘দুয়ারে সরকার’ কর্মসূচির ভিড় সামলাতে গিয়ে জনতার সঙ্গে হাতাহাতি বাধল পুলিশের। বৃহস্পতিবার মধ্যমগ্রাম পুরসভার একটি শিবিরে ওই ঘটনা ঘটে। ভিড়ের তুলনায় কাজ দ্রুত হচ্ছে না, এই অভিযোগের জেরে শুরু হওয়া বিক্ষোভের জেরে শুরু হয় বিশৃঙ্খলা। তা সামলাতে পুলিশ গেলে তাদের সঙ্গে ঝামেলা বেধে যায় জনতার। তার জেরে বেশ কিছু ক্ষণ কাজ বন্ধ থাকে।
মঙ্গলবার থেকে রাজ্যে শুরু হয়েছে ‘দুয়ারে সরকার’ কর্মসূচির দ্বিতীয় পর্যায়ের কাজ। এ দিন এই কর্মসূচি ছিল মধ্যমগ্রাম পুরসভায়। সেখানে বিভিন্ন সরকারি প্রকল্পে নাম নথিভুক্ত করতে সকাল থেকেই ভিড় করেছিলেন বেশ কয়েকটি ওয়ার্ডের বাসিন্দারা। এমনিতেই স্বাস্থ্যসাথীর জন্য বারাসত-মধ্যমগ্রামে প্রায় প্রতিটি শিবিরেই উপচে পড়া ভিড় দেখা গিয়েছিল। বারাসতে ভিড়ের চাপে শিবির বন্ধও করে দিতে হয়েছিল। করোনা আবহেও প্রচুর মানুষ এ দিন সকাল থেকে মধ্যমগ্রাম পুরসভার শিবিরে ভিড় করেন। ভিড়ের চাপে শিকেয় ওঠে দূরত্ব-বিধি। ভিড় সামলাতে হিমশিম খেতে হয় প্রশাসনিক কর্মীদেরও।
কাজ শ্লথ গতিতে হচ্ছে এই অভিযোগে বিশৃঙ্খলা শুরু হয়। আবেদনকারীদের মধ্যেই শুরু হয় গোলমাল-ধাক্কাধাক্কি। কিছু ক্ষণের মধ্যেই তা চরমে ওঠে। পরিস্থিতি বেগতিক বুঝে পুরসভার গেট বন্ধ করে দেওয়া হয়। তাতে লাইনে অপেক্ষমাণ লোকেদের ক্ষোভ আরও বাড়ে। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করতে তাদের সঙ্গেও গোলমাল বাধে লাইনে দাঁড়ানো জনতার। অভিযোগ, পুলিশের সঙ্গেও শুরু হয় ধাক্কাধাক্কি। গোলমালে কয়েক জন অসুস্থ হয়ে পড়েন। পরে আরও পুলিশ গিয়ে পরিস্থিতি আয়ত্তে আনে। তার পরে স্বাভাবিক কাজকর্ম হয়েছে বলে দাবি মধ্যমগ্রাম পুর কর্তৃপক্ষের।