হিন্দুস্তান মোটরস নিয়ে ত্রিপাক্ষিক বৈঠক আজ

হিন্দুস্তান মোটরসের উত্তরপাড়া কারখানার অচলাবস্থা কাটাতে মঙ্গলবার ত্রিপাক্ষিক বৈঠক ডাকল রাজ্যের শ্রম দফতর। শনিবার ওই কারখানায় কাজ বন্ধের (সাসপেনশন অব ওয়ার্ক) নোটিস ঝুলান কারখানা কর্তৃপক্ষ। সোমবার শ্রম কমিশনার জাভেদ আখতার বলেন, “শ্রম দফতর আগামী কাল এ নিয়ে ডেপুটি শ্রম কমিশনার -এর দফতরে ত্রিপাক্ষিক বৈঠক ডেকেছে।”

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৭ মে ২০১৪ ০২:৫৮
Share:

হিন্দুস্তান মোটরসের উত্তরপাড়া কারখানার অচলাবস্থা কাটাতে মঙ্গলবার ত্রিপাক্ষিক বৈঠক ডাকল রাজ্যের শ্রম দফতর। শনিবার ওই কারখানায় কাজ বন্ধের (সাসপেনশন অব ওয়ার্ক) নোটিস ঝুলান কারখানা কর্তৃপক্ষ।

Advertisement

সোমবার শ্রম কমিশনার জাভেদ আখতার বলেন, “শ্রম দফতর আগামী কাল এ নিয়ে ডেপুটি শ্রম কমিশনার -এর দফতরে ত্রিপাক্ষিক বৈঠক ডেকেছে।”

উল্লেখ্য, শনিবার গাড়ি কারখানাটির তালাবন্ধ গেটে ওই নোটিস দেখেন কর্মীরা। সংস্থার দাবি, আর্থিক সঙ্কট চলছিল অনেক দিন থেকেই। কর্তৃপক্ষের তরফে সব রকম চেষ্টার পরেও ঘুরে দাঁড়ানো সম্ভব হয়নি। তাই বাধ্য হয়েই এই সিদ্ধান্ত। তবে কর্মীদের অভিযোগ, বাজারে এখনও অ্যাম্বাসাডরের চাহিদা যথেষ্ট। কিন্তু কর্তৃপক্ষেরই কারখানা চালাতে আগ্রহ ছিল না। তলে তলে তা গোটানোর কাজ অনেক দিনই শুরু করেছিলেন তাঁরা। কারখানায় তালা পড়ায় অনিশ্চিত হয়ে পড়েছে ২,৬০০ কর্মী ও তাঁদের পরিবারের ভবিষ্যৎ।

Advertisement

সুজুকির হাত ধরে মারুতির চাকা গড়ানোর আগে দেশের বৃহত্তম গাড়ি নির্মাতা ছিল হিন্দ মোটর। মন্ত্রী-আমলার গাড়ি থেকে রাস্তার ট্যাক্সি সর্বত্র সদর্প উপস্থিতি ছিল তাদের অ্যাম্বাসাডরের। কিন্তু মুক্ত অর্থনীতির জমানায় প্রতিযোগিতায় যুঝতে পারেনি তারা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement