পরিকাঠামোয় উৎপাদন বৃদ্ধি ৬.৭%

নতুন বছরের মুখে ফের আলো দেখাল পরিকাঠামো শিল্পে উৎপাদন বৃদ্ধির হার। গত নভেম্বরে তা দাঁড়াল ৬.৭ শতাংশে। কয়লা, তেল শোধন, বিদ্যুৎ, সিমেন্টের মতো পরিকাঠামো ক্ষেত্রের মূল কয়েকটি শিল্পের হাত ধরেই উৎপাদন এতটা বেড়েছে বলে বুধবার প্রকাশিত সরকারি পরিসংখ্যানে জানানো হয়েছে। এ বারের হার গত পাঁচ মাসের মধ্যে সর্বোচ্চ।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ০১ জানুয়ারি ২০১৫ ০২:৩৫
Share:

নতুন বছরের মুখে ফের আলো দেখাল পরিকাঠামো শিল্পে উৎপাদন বৃদ্ধির হার। গত নভেম্বরে তা দাঁড়াল ৬.৭ শতাংশে। কয়লা, তেল শোধন, বিদ্যুৎ, সিমেন্টের মতো পরিকাঠামো ক্ষেত্রের মূল কয়েকটি শিল্পের হাত ধরেই উৎপাদন এতটা বেড়েছে বলে বুধবার প্রকাশিত সরকারি পরিসংখ্যানে জানানো হয়েছে। এ বারের হার গত পাঁচ মাসের মধ্যে সর্বোচ্চ।

Advertisement

কয়লা, অশোধিত তেল, প্রাকৃতিক গ্যাস, তেল শোধন, সার, ইস্পাত, সিমেন্ট ও বিদ্যুৎ এই আটটি গুরুত্বপূর্ণ ক্ষেত্রকেই পরিকাঠামোর আওতায় ধরা হয়। কল-কারখানার মোট উৎপাদন বৃদ্ধির হার হিসাবে এর গুরুত্ব ৩৮ শতাংশ। ফলে পরিকাঠামো ভাল করায় নভেম্বরে সার্বিক শিল্প বৃদ্ধির হারও ভালই বাড়বে বলে আশা কেন্দ্রীয় সরকারের।

শিল্পোৎপাদনের হারকে টেনে তুলে উন্নয়নের রথকে দ্রুত এগিয়ে নিয়ে যাওয়ায় পরিকাঠামো শিল্পের ভূমিকা সবচেয়ে বেশি বলে জানিয়েছেন অর্থনীতিবিদরাও। কারণ এই শিল্পের হাত ধরেই সাধারণ ভাবে কল-কারখানায় দেশি-বিদেশি বিনিয়োগ বাড়বে, আস্থা বাড়বে লগ্নিকারীদের।

Advertisement

গত বছরের নভেম্বরে পরিকাঠামো ক্ষেত্রের উৎপাদন বেড়েছিল অনেকটাই কম, ৩.২ শতাংশ হারে। আর এ বছরের অক্টোবরের হার ৬.৩ শতাংশ। এর আগে পরিকাঠামোয় উৎপাদন সবচেয়ে বেশি হারে বেড়েছিল ২০১৪ সালেরই জুন মাসে। তখন এই হার ছিল ৭.৩ শতাংশ। এপ্রিল থেকে নভেম্বর, এই আট মাসের হিসাব ধরলে পরিকাঠামো শিল্পে উৎপাদন বেড়েছে ৪.৬ শতাংশ হারে। উল্লেখ্য, গত বছরের ওই একই সময়ে তা দাঁড়িয়েছিল ৪.১ শতাংশে।

নভেম্বর মাসের জন্য আজ শিল্প ও বাণিজ্য মন্ত্রক প্রকাশিত এই পরিসংখ্যানে জানানো হয়েছে: কয়লা শিল্পে উৎপাদন বেড়েছে ১৪.৫ শতাংশ, তেল শোধন ৮.১ শতাংশ, বিদ্যুৎ ১০.২ শতাংশ এবং সিমেন্ট ১১.৩ শতাংশ। তবে ইস্পাত উৎপাদন কমেছে ১.৩ শতাংশ। অশোধিত তেল, প্রাকৃতিক গ্যাস ও সার শিল্পেও উৎপাদন কমেছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement