নোকিয়া বিক্রি সম্পূর্ণ, চুক্তি থেকে বাদ চেন্নাই কারখানা

শুক্রবার মাইক্রোসফটকে মোবাইল ব্যবসা বিক্রির প্রক্রিয়া সম্পূর্ণ করল নোকিয়া। প্রত্যাশা মতোই চেন্নাইয়ের কারখানাকে সেই চুক্তি থেকে বাদ রেখেছে ফিনল্যান্ডের মোবাইল সংস্থাটি। সেখানে মাইক্রোসফটের সঙ্গে চুক্তির ভিত্তিতে মোবাইল তৈরি করা হবে বলে জানিয়েছে তারা। পাশাপাশি, দক্ষিণ কোরিয়ার মাসানে অপর একটি কারখানাও বন্ধ করা হবে। তবে দুই কারখানাতেই কর্মীদের উপযুক্ত ক্ষতিপূরণ ও আর্থিক সাহায্য করা হবে বলে দাবি তাদের।

Advertisement

সংবাদ সংস্থা

হেলসিঙ্কি ও নয়াদিল্লি শেষ আপডেট: ২৬ এপ্রিল ২০১৪ ১৯:৪৭
Share:

শুক্রবার মাইক্রোসফটকে মোবাইল ব্যবসা বিক্রির প্রক্রিয়া সম্পূর্ণ করল নোকিয়া। প্রত্যাশা মতোই চেন্নাইয়ের কারখানাকে সেই চুক্তি থেকে বাদ রেখেছে ফিনল্যান্ডের মোবাইল সংস্থাটি। সেখানে মাইক্রোসফটের সঙ্গে চুক্তির ভিত্তিতে মোবাইল তৈরি করা হবে বলে জানিয়েছে তারা। পাশাপাশি, দক্ষিণ কোরিয়ার মাসানে অপর একটি কারখানাও বন্ধ করা হবে। তবে দুই কারখানাতেই কর্মীদের উপযুক্ত ক্ষতিপূরণ ও আর্থিক সাহায্য করা হবে বলে দাবি তাদের।

Advertisement

বিক্রি ঘোষণার আগে থেকেই ভারতে চেন্নাইয়ের কারখানা নিয়ে বিতর্কে জড়িয়েছে নোকিয়া। তাদের বকেয়া কর জমা দেওয়ার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট এবং তামিলনাড়ু সরকার। এ নিয়ে মামলা চলার কারণেই ওই কারখানা বিক্রি করা হবে না বলে ঘোষণা করেছে নোকিয়া।

উল্লেখ্য, গত কয়েক বছর ধরেই গুগ্ল, অ্যাপল ও স্যামসাং-এর মতো সংস্থার কাছে ফোন বিক্রির দৌড়ে পিছিয়ে পড়েছে এক সময় বিশ্বের বৃহত্তম মোবাইল নির্মাতা সংস্থাটি। ২০১১ সালেই লুমিয়া ব্র্যান্ড নামে মাইক্রোসফটের উইন্ডোজ প্রযুক্তি চালিত ফোন তৈরি করতে জোট বেঁধেছিল দুই সংস্থা। শেষ পর্যন্ত ২০১৩-র সেপ্টেম্বরে ৭৫২ কোটি ডলারে বিল গেটসের সংস্থাকে মোবাইল ব্যবসা বিক্রির কথা জানায় তারা। যদিও শুক্রবার তাদের দাবি, সব হিসাবের পর সেই অঙ্ক কিছুটা হলেও বাড়বে। এ দিন নোকিয়া মাইক্রোসফট ‘পরিবার’-এ স্বাগত জানিয়েছেন মাইক্রোসফটের সিইও সত্য নাদেল্লা। তিনি বলেন, মোবাইল ও ক্লাউড কম্পিউটিং-এর যুগে আগামী দিনে এই ব্যবসা থেকে ৫ হাজার কোটি ডলার আয়ের আশা করছেন তাঁরা।

Advertisement

এ দিকে, আগামী সপ্তাহেই নিজেদের আর্থিক ফল ঘোষণা করবে নোকিয়া। সংশ্লিষ্ট মহলের মতে, সেখানেই ভারতীয় বংশোদ্ভূত রাজীব সুরিকে নোকিয়ার পরবর্তী চিফ এগজিকিউটিভ অফিসার (সিইও) হিসেবে নিয়োগ করতে পারে সংস্থা। তিনি বর্তমানে নোকিয়া সলিউশন্স অ্যান্ড নেটওয়ার্কস (এনএসএস)-এর সিইও। এক সময় ধুঁকতে থাকা এনএসএন-কে ঘুরে দাঁড় করিয়ে মুনাফার মুখ দেখিয়েছেন তিনি। বিশেষজ্ঞদের ধারণা, সেই দক্ষতাই এ বার সামগ্রিক ভাবে নিজেদের ব্যবসায় কাজে লাগাতে চায় সংস্থাটি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement