সুদের হার ঠিক করার ভার বাজারের হাতে ছাড়তে চায় চিন
সংবাদ সংস্থা • বেজিং
আগামী দু’বছরের মধ্যেই আমানতে সুদের হার স্থির করার ভার ব্যাঙ্কগুলির উপর ছেড়ে দেওয়ার ইঙ্গিত দিল চিন। মঙ্গলবার দেশের শীর্ষ ব্যাঙ্ক পিপ্লস ব্যাঙ্ক অব চায়নার প্রধান ঝোউ জিয়াওচুয়ান জানান, এই বিষয়টি তাঁদের ভাবনায় রয়েছে। আগে এ নিয়ে কখনও এত নিশ্চিত ভাবে কিছু জানায়নি চিন। উল্লেখ্য, এখন আমানতে শীর্ষ ব্যাঙ্কের স্থির করে দেওয়া হারের ১১০% পর্যন্ত সুদ দিতে পারে চিনা ব্যাঙ্কগুলি। ঋ ণের সুদ ছাড়া আছে বাজারের হাতে। এ দিনই ব্যাঙ্কিং শিল্পে সংস্কারের বিষয়ে আর একটি গুরুত্বপূর্ণ ঘোষণা করেছে চিন। পরীক্ষামূলক ভাবে পাঁচটি বেসরকারি ব্যাঙ্ক স্থাপনের অনুমতি দিয়েছে তারা। যে সংস্থাগুলি তা খোলার অনুমতি পেয়েছে তার মধ্যে আছে, তথ্যপ্রযুক্তি সংস্থা আলিবাবা, টেনসেন্ট হোল্ডিংস ইত্যাদি।
পেনশন নিয়ে দাবি
নিজস্ব সংবাদদাতা • কলকাতা
পেনশনের হার বাড়ানোর দাবি জানাল অবসরপ্রাপ্ত ব্যাঙ্ক অফিসার এবং কর্মীরা। সম্প্রতি সেই দাবির ভিত্তিতে দিল্লিতে বিক্ষোভ দেখায় অল ইন্ডিয়া ব্যাঙ্ক রিটায়ারিজ ফেডারেশন। ১৯৯৩ থেকে তাঁদের পেনশনের হার একই আছে বলে অভিযোগ করেন সংগঠনের অন্যতম নেতা অমল ঘোষ। তিনি বলেন, “কেন্দ্রীয় সরকারি কর্মীদের বেতন সংশোধনের সঙ্গে সঙ্গে অবসরপ্রাপ্তদেরও পেনশন সংশোধিত হয়। একই ধাঁচে পেনশন এবং ফ্যামিলি পেনশন সংশোধনের দাবি করেছি।” ২০০২-এর নভম্বরের আগে ও পরে অবসর নেওয়াদের মধ্যে মহার্ঘ ভাতার ফারাক মেটানোর দাবিও তোলা হয়েছে।
বিমান ভাড়ায় ছাড়
সংবাদ সংস্থা • মুম্বই
ফের ভাড়ার যুদ্ধে নামল বিমান পরিষেবা সংস্থাগুলি। চলতি বছরে এই নিয়ে চার বার। এ বারও ভাড়ার লড়াই শুরু করেছে স্পাইসজেট। সংস্থা জানিয়েছে, সুপার হোলি সেল-এর মাধ্যমে নির্দিষ্ট গন্তব্যের ক্ষেত্রে কম ভাড়ায় যাত্রার সুবিধা মিলবে। সর্বনিম্ন ভাড়া ১,৯৯৯ টাকা। টিকিট কাটতে হবে ১৬ মার্চের মধ্যে। যাতায়াত করা যাবে ১৪ এপ্রিল থেকে ৩০ জুন পর্যন্ত। অন্য দিকে, ইন্ডিগোর তরফ থেকে কোনও কিছু না জানানো হলেও, অনলাইন টিকিট বিক্রেতাদের দাবি এই বিমান সংস্থাও ‘ফ্ল্যাশ সেল’ প্রকল্পের মাধ্যমে ভাড়া কমিয়েছে। এ ক্ষেত্রে তা ৩০% কমছে বলে জানিয়েছে তারা।
ব্যর্থ চটকল বৈঠক
নিজস্ব সংবাদদাতা • কলকাতা
চটকল কর্মীদের বেতন কাঠামো নিয়ে ফের ব্যর্থ হল ত্রিপাক্ষিক বৈঠক। জানুয়ারি থেকে এই নিয়ে মোট তিন বার। প্রকৃতপক্ষে চার বছর ধরে ঝুলে আছে রাজ্যের চটকল কর্মীদের বেতন কাঠামো পুনর্গঠনের বিষয়টি। শেষবার তা হয়েছিল ২০১০-এ। মঙ্গলবার নব মহাকরণে শ্রম কমিশনার জাভেদ আখতারের সঙ্গে ২১টি শ্রমিক সংগঠন ও মালিকদের সংগঠন আইজেএমএ-র বৈঠক হয়। কর্মীদের দাবি, ২০১০-এ ১৫৭ টাকার যে ন্যূনতম বেতন স্থির হয়েছিল, সেটি ২৫৮ টাকা করতে হবে। কিন্তু মালিকপক্ষ রাজি নয়। আগামী ২৭ তারিখ ফের বৈঠক ডাকা হয়েছে বলে শ্রম কমিশনার জানান।
উন্নত সুরক্ষা ব্যবস্থা
নিজস্ব সংবাদদাতা • কলকাতা
উন্নততর প্রযুক্তির সুরক্ষা ব্যবস্থা আনল টেক-আইটি। কলকাতার এই তথ্যপ্রযুক্তি সংস্থার কর্তা অনির্বাণ মিশ্রর দাবি, এর মাধ্যমে শুধু ক্যামেরায় নজরদারিই নয়, কম্পিউটারে আগে থেকে ঠিক করে দেওয়া নির্দিষ্ট পরিস্থিতির বাইরে অন্য রকম কিছু দেখলেই গ্রাহককে সতর্ক করার সুবিধা রয়েছে। শব্দের মাধ্যমে জানান দেওয়ার পাশাপাশি, কম্পিউটারই গ্রাহককে বিষয়টি জানিয়ে ই-মেল ও এসএমএস পাঠিয়ে দেবে। এ ছাড়া, ইন্টারনেট সংযোগ পরিকাঠামো-সহ বিভিন্ন ধরনের পরিষেবাও দেয় সংস্থাটি।
টাকা পড়ল ৯ পয়সা
সংবাদ সংস্থা • মুম্বই
শেয়ার বাজারের মতোই টানা পাঁচ দিন ওঠার পর মঙ্গলবার পড়ল টাকা। ডলারে ৯ পয়সা কমলো তার দাম। দিনের শেষে মার্কিন মুদ্রার দর দাঁড়াল ৬০.৯৪ টাকায়। বিশ্বের সম্ভাবনাময় বাজারের দেশগুলির যে ঋণপত্র সূচকে (ইমার্জিং মার্কেট বন্ড ইনডেক্সেস) ভারত যোগ দেওয়ার কথা ভাবছিল, তা আপাতত থমকে গিয়েছে। পিছিয়ে গিয়েছে বিশ্বের বৃহত্তম ‘সিকিউরিটি সেট্লমেন্ট সিস্টেম’ ইউরোক্লিয়ারে যোগ দেওয়ার বিষয়টিও। বিশেষজ্ঞদের মতে, এ দিন টাকা পড়ার অন্যতম কারণ এগুলি।
টাকা ফেরাতে নির্দেশ
সংবাদ সংস্থা • নয়াদিল্লি
এসবিআই লাইফ ইনশিওরেন্স-কে ২৭৫.২৯ কোটি টাকা গ্রাহকদের অ্যাকাউন্টে ফেরাতে নির্দেশ দিল বিমা নিয়ন্ত্রক আইআরডিএ। একটি গোষ্ঠী বিমা প্রকল্পে প্রিমিয়াম সংগ্রহের ক্ষেত্রে অনিয়মের অভিযোগেই ওই অর্থ ছ’মাসের মধ্যে ফেরানোর নির্দেশ দিয়েছে তারা।
বিটকয়েন এক্সচেঞ্জ
জাপানের পর এ বার আমেরিকায় ১৫ নম্বর ধারার আওতায় দেউলিয়া ঘোষণা করল ইন্টারনেটে ব্যবহারযোগ্য ডিজিটাল মুদ্রা বিটকয়েনের এক্সচেঞ্জ এমটি গক্স। ডালাসের আদালতে এ জন্য আবেদন জানিয়েছে তারা। যদিও একে আইনের চোখে ধোঁকা দেওয়া বলে মন্তব্য করেছেন বিরোধী পক্ষের আইনজীবীরা। এপ্রিল পর্যন্ত এই আবেদন মঞ্জুর করেছে আদালত।
পা মুড়তেই ১৯ কোটি। বিশ্বের সবচেয়ে দামি এই জুতো তৈরিতে ব্যবহৃত হয়েছে মোট ১,৫২৭
ক্যারাটের প্রায় ৩৯ হাজার হিরে। দাম ৩১.৮৮ লক্ষ ডলার (১৯.৪৫ কোটি টাকা)। ছবি: রয়টার্স।