কোর কমিটির বৈঠক

জোড়া প্রকল্প ঘোষণা রাজ্যের

ইকো পার্কে শিল্প সংক্রান্ত কোর কমিটির বৈঠকে সোমবার জোড়া প্রকল্পের কথা ঘোষণা করল রাজ্য। জানাল, বিমানবন্দর থেকে কলকাতার কেন্দ্রে যাওয়ার রাস্তায় তৈরি হবে ওয়াই-ফাই গ্রিন করিডর। আর, নিউটাউনে হিডকো ভবনের ঠিক পাশেই গড়ে উঠবে কনভেনশন সেন্টার।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৭ জুন ২০১৪ ০১:৪৩
Share:

ইকো পার্কে শিল্প সংক্রান্ত কোর কমিটির বৈঠকে সোমবার জোড়া প্রকল্পের কথা ঘোষণা করল রাজ্য। জানাল, বিমানবন্দর থেকে কলকাতার কেন্দ্রে যাওয়ার রাস্তায় তৈরি হবে ওয়াই-ফাই গ্রিন করিডর। আর, নিউটাউনে হিডকো ভবনের ঠিক পাশেই গড়ে উঠবে কনভেনশন সেন্টার।

Advertisement

রাজ্যের দাবি, বিমানবন্দর থেকে কলকাতার কেন্দ্রে যাওয়ার রাস্তাকে ইতিমধ্যেই গ্রিন করিডর করা হয়েছে। হোর্ডিং লাগানোর অনুমতি সেখানে দেওয়া হয় না। এ বার সেখানে ওয়াই-ফাই নেট পরিষেবা চালুর পরিকল্পনা করছে হিডকো। তা হলে ওই রাস্তায় যাওয়া-আসার পথে গাড়িতে বা বাসে বসেই ল্যাপটপ-মোবাইলে দ্রুত গতির নেট ব্যবহার করে জরুরি কাজ সেরে ফেলা যাবে। এ ছাড়া, ইকো পার্কের সবুজ দ্বীপের মতো কিছু জায়গায় তৈরি হবে ওই পরিষেবার হট স্পট-ও।

প্রস্তাবিত কনভেনশন সেন্টারের বিষয়ে রাজ্যের দাবি, তা গড়ে উঠবে হিডকো ভবনের পাশেই। ১০ একর জমিতে। সম্মেলন কক্ষ, প্রেক্ষাগৃহ, বিজনেস হোটেল ইত্যাদি সম্বলিত এই কেন্দ্র আন্তর্জাতিক সম্মেলন আয়োজনের উপযুক্ত হবে। ইতিমধ্যেই এলঅ্যান্ডটি-কে এটির নির্মাণ কাজে নিয়োগ করা হয়েছে।

Advertisement

বৈঠক শেষে শিল্পপতি সঞ্জীব গোয়েন্কা বলেন, “আলোচনায় আমরা খুশি। এই কনভেনশন সেন্টার দিল্লির বিজ্ঞান ভবনের থেকেও বড় হবে।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement