কলকাতাতেও গাড়ির মেলা। বসছে আজ, শুক্রবার থেকে রবিবার পর্যন্ত। সিটি সেন্টার-১-এ। আয়োজক ‘দি সুরেশ নেওটিয়া সেন্টার অব এক্সেলেন্স ফর লিডারশিপ’। উদ্যোক্তারা জানিয়েছেন, ‘হুইলজ ২০১৬’ শীর্ষক ওই গাড়ি মেলায় যাত্রী গাড়ি, দামি গাড়ি, মোটরসাইকেলের পাশাপাশি গাড়ির বিভিন্ন রকম ‘অ্যাকসেসরিজ’ বা সজ্জারও দেখা মিলবে।
যেমন পোর্শে, বিটল, অডি, ভলভো, ফিয়াট, সারুতি-সুজুকি, টাটা মোটরস, ফোক্সভাগেন, হোন্ডা, মহিন্দ্রা, ফোর্ড, নিসান, ইসুজু, হিরো, রয়্যাল এনফিল্ড, কেটিএম, ডিএসকে বেনেলি-র মতো সংস্থাগুলি সেখানে তাদের বিভিন্ন গাড়ি প্রদর্শন করবে।
তেমনই থাকবেন বিমা ও ব্যাঙ্কের প্রতিনিধিরাও। যাতে শো-রুম থেকে গাড়ি কেনার আগে গাড়ি দেখা থেকে শুরু করে তার বিমা বা ঋণ সংক্রান্ত সার্বিক পরিকল্পনাটি ছকে নিতে পারেন আগ্রহী ক্রেতা। আজ বিকাল, ৪টায় মেলার উদ্বোধন। মেলা চলবে রাত ৮টা পর্যন্ত। শনি ও রবিবার মেলা খোলা থাকবে বেলা ২টো থেকে রাত ৮টা পর্যন্ত।