এ বার গুড়গাঁওয়ে ফোরজি মোবাইল পরিষেবা চালু করল ভোডাফোন। বুধবার ব্রিটিশ মোবাইল পরিষেবা সংস্থাটি জানিয়েছে, আগামী দিনে ধাপে ধাপে রাজধানী সংলগ্ন অঞ্চলে পরিষেবা ছড়ানোর পরিকল্পনা রয়েছে তাদের। এয়ারটেলের পর ভোডাফোনই প্রথম সংস্থা যারা এখানে ফোরজি চালুর পথে হাঁটল।
এই অঞ্চলে ভোডাফোনের ফোরজি পরিষেবা দিতে নেটওয়ার্ক সরবরাহ করবে হুয়েই। গত ডিসেম্বর পর্যন্ত চলতি অর্থবর্ষে এখানে ফোরজি-র পরিকাঠামো তৈরি করতে ৮০০ কোটি টাকা লগ্নি করেছে ভোডাফোন। নির্দিষ্ট সময়সীমা না-জানালেও, সংস্থার আশা চলতি বছরের মাঝামাঝি সময়েই দিল্লির পুরো অঞ্চলে এই পরিষেবা দিতে পারবে তারা।
এর আগে ইতিমধ্যেই কেরল, কলকাতা এবং কর্নাটকে ফোরজি চালু করেছে ভোডাফোন। ২০১৪ সালের নিলামে এই তিন সার্কেল ছাড়া দিল্লি ও মুম্বইয়ে উন্নত প্রযুক্তির ফোরজি পরিষেবা দিতে স্পেকট্রাম জিতেছিল সংস্থা। তাদের মোট ইন্টারনেট পরিষেবা থেকে আয়ের প্রায় ৫০ শতাংশই আসে এই পাঁচ সার্কেল থেকে। তবে তার বাইরে অন্যান্য সার্কেলগুলিতে একই পরিষেবা দিতে কোনও সংস্থার সঙ্গে জোট বাঁধা হবে কি না, তা নিয়ে এখনই মুখ খুলতে রাজি হয়নি ভোডাফোন। ভারতে সংস্থার চিফ অপারেটিং অফিসার নবীন চোপড়া বলেন, আপাতত এই সার্কেলগুলিতেই জোর দিতে চান তারা।
চোপড়ার দাবি, প্রাথমিক ভাবে চালু হওয়া সার্কেলগুলিতে তাঁদের ফোরজি পরিষেবায় যথেষ্ট ভাল সাড়া মিলেছে। আগামী দিনে দ্রুত দিল্লি ও মুম্বইয়েও পরিষেবা চালু করতে চান তাঁরা। যার জন্য ইতিমধ্যেই পরীক্ষা শুরু করেছে ভোডাফোন।