কর্নাটক সরকারের হস্তক্ষেপেও জট কাটল না টয়োটা কারখানায়

অচলাবস্থা বহাল টয়োটা কির্লোস্করের বেঙ্গালুরু কারখানায়। মঙ্গলবার সংস্থা এবং তার শ্রমিক সংগঠনের সঙ্গে কর্নাটকের শ্রমমন্ত্রক আলোচনায় বসলেও, কোনও সমাধানসূত্র মেলেনি। গত ১৬ মার্চ থেকে কারখানাটির দু’টি ইউনিটে লকআউট ঘোষণা করেছিল সংস্থা। লকআউট তুলে নেওয়ার শর্ত হিসেবে কর্মীদের মুচলেকা সই করতে বলেছিল তারা। কিন্তু কর্মীরা সই করতে রাজি না-হওয়ায় সেখানে এখনও অচলাবস্থা বহাল রয়েছে।

Advertisement

সংবাদ সংস্থা

বেঙ্গালুরু শেষ আপডেট: ১৬ এপ্রিল ২০১৪ ০৩:৫২
Share:

অচলাবস্থা বহাল টয়োটা কির্লোস্করের বেঙ্গালুরু কারখানায়। মঙ্গলবার সংস্থা এবং তার শ্রমিক সংগঠনের সঙ্গে কর্নাটকের শ্রমমন্ত্রক আলোচনায় বসলেও, কোনও সমাধানসূত্র মেলেনি। গত ১৬ মার্চ থেকে কারখানাটির দু’টি ইউনিটে লকআউট ঘোষণা করেছিল সংস্থা। লকআউট তুলে নেওয়ার শর্ত হিসেবে কর্মীদের মুচলেকা সই করতে বলেছিল তারা। কিন্তু কর্মীরা সই করতে রাজি না-হওয়ায় সেখানে এখনও অচলাবস্থা বহাল রয়েছে।

Advertisement

এ দিন শ্রম কমিশনার জে টি জিন্কালাপ্পা জানান, বৈঠক ব্যর্থ হওয়ার ফলে আগামী দিনে লকআউট বেআইনি ঘোষণা করার পথেও হাঁটতে পারেন তাঁরা। দু’এক দিনের মধ্যেই বিষয়টি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি। যার আগে সরকারের কাছে রিপোর্ট পাঠাবেন তাঁরা। বৈঠক ব্যর্থ হওয়ার পিছনে সংস্থার অনমনীয় মনোভাবকেই দায়ী করেছে শ্রমিক সংগঠন। বরখাস্ত হওয়া কর্মীদের কাজে ফেরালে এবং মুচলেকায় পরিবর্তন আনলে সংগঠনের পক্ষ থেকে তাতে সম্মতি জানানো হবে বলে দাবি করেছে তারা। তবে কোনও ভাবেই কোনও কর্মী একক ভাবে সেই মুচলেকায় সই করবেন না বলে ফের স্পষ্ট জানিয়েছে সংগঠন।

শ্রমিক সংগঠনের দাবি মেনে গত সপ্তাহেই ফের অচলাবস্থার বিষয়টি সমাধানের জন্য উদ্যোগী হয়েছে কর্নাটক সরকার। এর আগে তাঁদের দাবি সংস্থা না-মানার কারণে অনির্দিষ্টকালের জন্য অনশন ধর্মঘট শুরু করেছিলেন সংগঠনের সদস্যরা। এ দিন তা ১৪ দিনে পড়ল। তবে মঙ্গলবার বৈঠক ব্যর্থ হওয়ায় আপাতত শ্রমমন্ত্রক কী রিপোর্ট দেয়, তার দিকেই তাকিয়ে সব মহল।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement