আলিপুরদুয়ার শহরের নিউটাউন এলাকায় উদ্বোধন হল আনন্দ-বিপণির। সোমবার ছবিটি তুলেছেন নারায়ণ দে।
বই হাতে নিয়ে দেখে পছন্দ করে কেনার সুযোগ এ বার থেকে পেতে চলেছেন আলিপুরদুয়ারবাসীও।
নতুন বছরে আলিপুরদুয়ার শহরে খুলল আনন্দ পাবলিশার্স-এর নতুন গ্রন্থবিপণি। সোমবার বিকেলে আলিপুরদুয়ার মহাকালধাম নিউটাউন এলাকায় এই গ্রন্থ বিপণির উদ্বোধন করেন কবি নিখিলেশ রায়।
বিপণিতে পাওয়া যাবে আনন্দের বিপুল ও বৈচিত্রপূর্ণ গ্রন্থসম্ভার। বইয়ের সংখ্যা হাজারেরও বেশি বলে জানানো হয়েছে। এত সমৃদ্ধ গ্রন্থ সম্ভার হাতের কাছে পেয়ে খুশি আলিপুরদুয়ারের বইপ্রেমীরা। নিখিলেশবাবু বলেন, “নতুন বছরে আলিপুরদুয়ারের বাসিন্দাদের কাছে আনন্দ পাবলিশার্সের বিপণি খোলায় এটা একটা উপহারের মতো। বইপ্রেমীদের চাহিদা এবার অনেকটাই মিটবে।” এ দিন অনেকেই এসে নতুন এই বিপণি ঘুরে দেখেন। উদ্বোধনে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ দিলীপ রায়। তিনি বলেন, “আনন্দের বইয়ের দোকান বিভিন্ন জেলায় থাকলেও, এতদিন তা আলিপুরদুয়ারে ছিল না। এবার বিশিষ্ট লেখকদের লেখা বই সহজেই এখান থেকে পাবেন। তাতে লেখাপড়া ও সার্বিক শিক্ষায় উপকার হবে।”
পাঠকদের চাহিদা মতো আনন্দ পাবলিশার্সের যে কোনও বই এখানে পাওয়া যাবে। এদিন উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আনন্দ গ্রন্থবিপণির ম্যানেজিং ডিরেক্টর সুবীর মিত্র। বইয়ের দোকান ঘুরে বারবিশার বাসিন্দা তথা কবি জ্যোতির্ময় রায় বলেন, “দোকানে ঘুরে নিজের হাতে পছন্দের বই নেড়ে চেড়ে দেখার সুযোগ রয়েছে। এখানে দীর্ঘক্ষণ ধরে পাঠকরা বই দেখে তা সংগ্রহ করতে পারবেন। আগে এ ধরনের সুযোগ ছিল না।”