woman

Women entrepreneurs: বিপুল সম্পদ বেড়েছে মহিলা উদ্যোগীদেরও

বুধবার কোটাক-হুরুনের সমীক্ষা রিপোর্টে ভারতের প্রথম ১০০ জন বিত্তশালী মহিলার নামের তালিকা প্রকাশ করা হয়েছে।

Advertisement

সংবাদ সংস্থা

মুম্বই শেষ আপডেট: ২৮ জুলাই ২০২২ ০৫:৫১
Share:

রোশনি নাদার মলহোত্র ফাইল ছবি

রোশনি নাদার মলহোত্র ৮৪,৩৩০ কোটি টাকা। ফাল্গুনী নায়ার ৫৭,৫২০ কোটি। ২০২১ সালের শেষে দুই মহিলা উদ্যোগপতির সম্পত্তির অঙ্ক!

Advertisement

অতিমারির গ্রাসে সাধারণ মানুষের কাজ, রুজি-রুটি যতই খোয়া যাক, বড় শিল্পপতিদের আয় যে লাফিয়ে লাফিয়ে বেড়েছে, তা জানা গিয়েছে একাধিক সমীক্ষায়। আর এ বার কোটাক প্রাইভেট ব্যাঙ্কিং-হুরুন তালিকায় স্পষ্ট হল, সম্পত্তি বৃদ্ধির এই দৌড়ে পিছিয়ে নেই মহিলারাও।

বুধবার কোটাক-হুরুনের সমীক্ষা রিপোর্টে ভারতের প্রথম ১০০ জন বিত্তশালী মহিলার নামের তালিকা প্রকাশ করা হয়েছে। এঁদের জন্ম অথবা বেড়ে ওঠা ভারতে। তাঁরা হয় শিল্প সংস্থা চালাচ্ছেন, নয়তো নিজের উদ্যোগে গড়ে তুলেছেন প্রতিষ্ঠান। এই তালিকার প্রথম স্থানে রয়েছেন এইচসিএল টেকনোলজিসের চেয়ারপার্সন রোশনি। এক বছরে তাঁর সম্পত্তি বেড়েছে ৫৪%। দ্বিতীয় স্থানে থাকা নায়েকার কর্ণধার ফাল্গুনীর ক্ষেত্রে তা ৯৬৩%। বায়োকনের কর্ণধার কিরণ মজুমদার শয়ের সম্পত্তি অবশ্য ২১% কমে হয়েছে ২৯,০৩০ কোটি। তিনি দ্বিতীয় স্থান থেকে তৃতীয় স্থানে নেমেছেন। তালিকায় সর্বকনিষ্ঠা ভোপালের সংস্থা জেটসেটগোয়ের কণিকা টেকরিওয়াল (৩৩)।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement