ডলার ছাড়াল ৬৮ টাকা

বেঙ্গালুরুর ব্যালটে তুর্কি নাচ বাজারে

একই ভাবে, ১২৮ পয়েন্ট উঠে সকালের খাতা খোলার পরেও দিনের শেষে ৪.৭৫ পয়েন্ট নেমে ইনিংস শেষ করেছে নিফ্‌টি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৬ মে ২০১৮ ০৩:১৯
Share:

তীরে এসে: সূচকের সকালের উত্থান বিকেলে উধাও। কর্নাটক বিধানসভা ত্রিশঙ্কু হওয়ার ইঙ্গিত মিলতেই মুম্বইয়ে মাথায় হাত লগ্নিকারীর। ছবি: পিটিআই।

কর্নাটকে গেরুয়ার উচ্ছ্বাস বিকেলে অনেকটাই ম্লান তীরে এসে তরী ডোবার আক্ষেপে। বিধানসভা ত্রিশঙ্কু হওয়ার ইঙ্গিত মিলতেই তার প্রতিচ্ছবি শেয়ার বাজারেও। সকালে বিজেপির একক সংখ্যা গরিষ্ঠতার সম্ভাবনায় যে সেনসেক্স ৪৩৬ পয়েন্ট উঠে গিয়েছিল, সেই সূচকই দিন শেষ করল আগের দিনের তুলনায় ১২.৭৭ অঙ্ক নীচে। একই ভাবে, ১২৮ পয়েন্ট উঠে সকালের খাতা খোলার পরেও দিনের শেষে ৪.৭৫ পয়েন্ট নেমে ইনিংস শেষ করেছে নিফ্‌টি।

Advertisement

বিশেষজ্ঞেরা বলছেন, মঙ্গলবার বাজার উঠেছে-নেমেছে মূলত কর্নাটক ভোটের ফলের দিকে তাকিয়ে। তবে তাঁদের মতে, এটি নির্দিষ্ট দলের প্রতি পক্ষপাতিত্ব নয়। বাজার স্থিতিশীলতা খোঁজে। রাজনৈতিক অস্থিরতা তার অপছন্দ। এ দিন তারই প্রতিফলন সূচকের চলনে। অনেক লগ্নিকারীর দাবি, ২০১৯ সালে কেন্দ্রে একক সংখ্যা গরিষ্ঠ সরকার গড়ার ক্ষমতা আছে শুধু বিজেপির। আর সেই কারণেই যে কোনও রাজ্যে বিজেপির জয় চাঙ্গা করে তুলছে বাজারকে।

অর্থনীতির অন্যান্য কয়েকটি খবরও এ দিন খুশি করেনি বাজারকে। যেমন, ডলারে টাকার দাম পড়েছে ৫৬ পয়সা। এক ডলার পৌঁছেছে ৬৮.০৭ টাকায়। বিশ্ব বাজারে অশোধিত তেলের দর বৃদ্ধি, কিছু ব্যাঙ্কের শেয়ারের দামে পতন ইত্যাদিও কিছুটা টেনে নামিয়েছে বাজারকে।

Advertisement

নাগরদোলা

• দিনের শুরুতে কর্নাটকে অপ্রতিদ্বন্দ্বী বিজেপি। বাজারও বাড়ল হুড়মুড়িয়ে।

• বেলা বাড়ার সঙ্গে সঙ্গে টান একক সংখ্যা গরিষ্ঠতায়। পড়তে থাকল দুই সূচকই।

• দিনের শেষে দক্ষিণী রাজ্যটিতে বৃহত্তম দল হয়েও একক সংখ্যাগরিষ্ঠ হতে পারল না বিজেপি। পুরো উত্থান খুইয়ে নামল সেনসেক্স, নিফ্‌টিও।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement