ফ্লিপকার্টের অংশীদারি কিনতে কথা ওয়ালমার্টের

ফ্লিপকার্টের অংশীদারি কিনতে কথা চালাচ্ছে ওয়ালমার্ট। সংশ্লিষ্ট সূত্রে খবর, ভারতীয় ই-কমার্স সংস্থাটিতে ১০০ কোটি ডলার (প্রায় ৬,৭০০ কোটি টাকা) ঢালতে পারে তারা।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০১৬ ০২:৪৪
Share:

ফ্লিপকার্টের অংশীদারি কিনতে কথা চালাচ্ছে ওয়ালমার্ট। সংশ্লিষ্ট সূত্রে খবর, ভারতীয় ই-কমার্স সংস্থাটিতে ১০০ কোটি ডলার (প্রায় ৬,৭০০ কোটি টাকা) ঢালতে পারে তারা। অ্যামাজনের সঙ্গে টক্কর দিতে যা ফ্লিপকার্টকে সাহায্য করবে বলেই বিশেষজ্ঞদের ধারণা। তবে, অংশীদারি কিনলেও সরাসরি ই-কমার্স সংস্থাটির পর্ষদে ওয়ালমার্ট যোগ দেবে না বলেই মনে করছেন তাঁরা। বিষয়টি নিয়ে অবশ্য মুখ খুলতে রাজি হয়নি ওয়ালমার্ট ও ফ্লিপকার্ট। এর আগে ভারতী গোষ্ঠীর সঙ্গে হাত মিলিয়ে দেশে পা রেখেছিল ওয়ালমার্ট। কিন্তু পরে সেই যৌথ উদ্যোগে নিজেদের অংশীদারি বিক্রি করে দেয় মার্কিন রিটেল সংস্থাটি। এখন শুধু পাইকারি বিপণির মাধ্যমেই এখানে ব্যবসা চালায় তারা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement