কথার মাঝে কল কাটা (কল-ড্রপ) এড়াতে ও দেশ জুড়ে উন্নত মোবাইল পরিষেবার লক্ষ্যে জোট বাঁধল ভোডাফোন এবং বিএসএনএল। একে অন্যের পরিকাঠামো ব্যবহার করে টু-জি পরিষেবা দিতে বিভিন্ন সার্কেলের মধ্যে রোমিং চুক্তি করেছে টেলি সংস্থা দু’টি। বিএসএনএলের সিএমডি অনুপম শ্রীবাস্তব জানান, এই চুক্তির ফলে শহরাঞ্চলে ভোডাফোনের টাওয়ার ব্যবহার করে সংস্থা পরিষেবা দিতে পারবে। তেমনই গ্রামাঞ্চলে রাষ্ট্রায়ত্ত সংস্থাটির পরিকাঠামো ব্যবহার করে উন্নত মানের পরিষেবা দেওয়া সম্ভব হবে বলে দাবি ভোডাফোনের। বর্তমানে সারা দেশে বিএসএনএলের প্রায় ১.১৪ লক্ষ এবং ভোডাফোনের ১.৩৭ লক্ষ মোবাইল টাওয়ার রয়েছে।