দার্জিলিঙে বিশ্ববাংলার বিপণি

বিশ্ববাংলার বিপণি উদ্বোধন হল দার্জিলিঙে। শুক্রবার কলকাতা থেকে বিপণির উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী। ম্যাল-চৌরাস্তা লাগোয়া বিপণিটিতে জামদানি শাড়ি, পোড়া মাটির বাসন, বাসমতী চাল থেকে মিষ্টি সবই মিলবে।

Advertisement
শেষ আপডেট: ১০ অক্টোবর ২০১৫ ০২:৩৯
Share:

ছবি: রবিন রাই।

বিশ্ববাংলার বিপণি উদ্বোধন হল দার্জিলিঙে। শুক্রবার কলকাতা থেকে বিপণির উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী। ম্যাল-চৌরাস্তা লাগোয়া বিপণিটিতে জামদানি শাড়ি, পোড়া মাটির বাসন, বাসমতী চাল থেকে মিষ্টি সবই মিলবে। দার্জিলিঙে তার প্রতীকী সূচনা করেন জেলার অতিরিক্ত জেলাশাসক ইউ স্বরূপ। এ দিনই এখানে এসেছিলেন স্থানীয় বাসিন্দা বৃন্দা রাই। তিনি বলেন, ‘‘হাতের কাজের নানা জিনিস সংগ্রহ করা আমার নেশা। এই বিপণি দার্জিলিঙে চালু হওয়ায় আমার মতো অনেকেই খুশি হবেন।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement