এই সেই কালো গাড়ি। ছবি: বিএমডব্লুর টুইটার পেজের সৌজন্যে।
আপনি যদি কুচকুচে বা মিশমিশে কালো কোনও গাড়ির স্বপ্ন দেখে থাকেন, তা হলে আপনার স্বপ্ন পূরণ হতে চলেছে। বিএমডব্লু আনছে নতুন এক্স৬ সিরিজের গাড়ি। এই গাড়ি এতটাই কালো যে, রাতের অন্ধকারে প্রায় অদৃশ্য হয়ে যাবে বলে দাবি করেছে সংস্থা। গাড়িগুলিকে ভেন্টাব্ল্যাক রং দিয়ে পেন্ট করা হয়েছে।
ভেন্টাব্ল্যাককে এখনও পর্যন্ত বিশ্বের সব থেকে কালো রং বলা হয়। বলা হয়, এই রং এমন উপাদান দিয়ে তৈরি, যারা দৃশ্যমান আলোর প্রায় ৯৯.৯৬শতাংশই শোষণ করে নিতে পারে। ফলে ভেন্টাব্ল্যাক রঙে রাঙানো কোনও পদার্থ সবচেয়ে কালো দেখায়। বিএমডব্লু এক্স৬ সিরিজের গাড়িগুলি ভেন্টাব্ল্যাক ভিবিএক্স২ দিয়ে রং করা হয়েছে। ফলে এগুলি একদম কুচকুচে কালো দেখাচ্ছে।
বিএমডব্লু এক্স৬ সিরিজের এই ভেন্টাব্ল্যাক গাড়িগুলি সেপ্টেম্বরে জনসমক্ষে আনা হবে। সেপ্টেম্বরে জার্মানির ফ্রাঙ্কফুর্ট মোটর শোতে দেখানো হবে। এই গাড়িগুলির উপর একটি ভিডিয়ো প্রকাশ করেছে বিএমডব্লু। সেটি ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। অসাধারণ দেখাচ্ছে এই ভেন্টাব্ল্যাক বিএমডব্লু এক্স৬।
আরও পড়ুন : বিপুল বকেয়া, কেটে দেওয়া হল ইমরানের অফিসের বিদ্যুত্ সংযোগ!
আরও পড়ুন : একেই বলে ডেডিকেশন, ভিজতে হবে জেনেও লাইভ চালিয়ে গেলেন সাংবাদিক