হাজিরায় অব্যাহতি চেয়ে আদালতে ফের আর্জি মাল্যের

বিদেশি মুদ্রা নিয়ন্ত্রণ আইন বা ফেরা-র আওতায় আনা ইডি (এনফোর্সমেন্ট ডিরেক্টরেট)-র মামলায় ফের আদালতে জবাব পাঠালেন বিজয় মাল্য।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ২৯ মে ২০১৬ ০২:৫১
Share:

বিদেশি মুদ্রা নিয়ন্ত্রণ আইন বা ফেরা-র আওতায় আনা ইডি (এনফোর্সমেন্ট ডিরেক্টরেট)-র মামলায় ফের আদালতে জবাব পাঠালেন বিজয় মাল্য।

Advertisement

মাল্যের দাবি, তাঁর পক্ষ থেকে নিয়ম মেনেই আইনজীবী মামলা চালাচ্ছেন। মাল্য নিজেও সব নির্দেশ মেনেছেন। তাই এ ক্ষেত্রে কিংগ্‌ফিশার-কর্তার ব্যক্তিগত ভাবে হাজির থাকার প্রয়োজন নেই। ফলে তাঁর ব্যক্তিগত হাজিরায় অব্যাহতি তুলে নেওয়া হোক বলে যে-আর্জি ইডি জানিয়েছে, তার কোনও ভিত্তি নেই। এর আগে তিনি ইডি-র অভিযোগের জবাব পাঠালেও, সেটিতে তাঁর সই না-থাকায় তা বাতিল করে দেয় দিল্লির মুখ্য মেট্রোপলিটান ম্যাজিস্ট্রেটের আদালত। নির্দেশ দেয় ঠিক মতো উত্তর দিতে। তার পরই শনিবার নতুন করে জবাব পাঠালেন কিংগ্‌ফিশার কর্তা।

ইডির দাবি ছিল, ইতিমধ্যেই মুম্বইয়ের আদালত কালো টাকা নিয়ন্ত্রণ আইনে মাল্যের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। এই অবস্থায় তাঁর ব্যক্তিগত হাজিরায় ছাড় দেওয়ার যে-রায় বহাল রয়েছে, তা-ও
তুলে নেওয়া হোক।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement