প্রতীকী ছবি
বিদ্যুৎ ক্ষেত্রে সাইবার হানা হতে পারে বলে সম্প্রতি বিভিন্ন রাজ্যের বিদ্যুৎ দফতরকে সতর্ক করেছে স্বরাষ্ট্র মন্ত্রক। ইঙ্গিত চিন, পাকিস্তান, রাশিয়া-সহ কিছু দেশের হ্যাকারদের দিকে। রবিবার কেন্দ্রীয় বিদ্যুৎমন্ত্রী আর কে সিংহ জানালেন, চিন থেকে আমদানি করা সমস্ত বিদ্যুৎ সরঞ্জাম আগে পরীক্ষা করে দেখা হবে। কারণ খবর আছে, সেগুলিতে ম্যালওয়্যার থাকতে পারে। যার সাহায্যে বিদ্যুৎ পরিষেবা বিপর্যস্ত করে অর্থনীতিকে ধাক্কা দেওয়া হতে পারে।
সীমান্ত সংঘর্ষের পরেই দেশীয় শিল্পের পাশে দাঁড়াতে চিন থেকে আসা বেশ কিছু পণ্যে শুল্ক বাড়িয়েছে ভারত। কঠোর করা হয়েছে আমদানি বিধি ও নজরদারি। মন্ত্রী জানান, সৌর বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত সরঞ্জামেও আগামী ১ অগস্ট থেকে উঁচু হারে আমদানি শুল্ক বসবে।
বিদ্যুতে বকেয়া: লকডাউনের মধ্যে এপ্রিলে বিদ্যুৎ বণ্টন সংস্থাগুলির কাছে বিদ্যুৎ উৎপাদকদের বকেয়া ছুঁয়েছে ১.২৩ লক্ষ কোটি টাকা। যা গত বছরের তুলনায় প্রায় ৬৩% বেশি।