ডোনাল্ড ট্রাম্প। —ফাইল চিত্র।
সুইৎজ়ারল্যান্ডের দাভোসে তাঁর জন্যই অপেক্ষা করেছিল ওয়ার্ল্ড ইকনমিক ফোরামের (ডব্লিউইএফ) মঞ্চ। শেষ পর্যন্ত হোয়াইট হাউস থেকে বৈদ্যুতিন মাধ্যমে আন্তর্জাতিক সম্মেলনটিতে বক্তৃতা দিলেন বটে, তবে সঙ্গে জুড়ে দিলেন সারা বিশ্বের লগ্নিকারীদের উদ্দেশে সতর্কবার্তা। আমেরিকার সদ্য দায়িত্বপ্রাপ্ত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট জানিয়ে দিলেন, লগ্নিকারীরা কোন দেশে পুঁজি ঢালবেন সেটা সম্পূর্ণ তাঁদের স্বাধীনতা। কিন্তু অন্য কোনও দেশ থেকে আমেরিকায় পণ্য ঢুকলে তার উপরে চড়া হারে আমদানি শুল্ক চাপানো হবে। আর খাস আমেরিকাতেই লগ্নি করলে মিলবে বিপুল করছাড়।
বক্তৃতায় ট্রাম্প জানিয়েছেন কর কমানো, শিল্পের বিনিয়ন্ত্রণ এবং বেআইনি অনুপ্রবেশ নিয়ে তাঁর পরিকল্পনার কথা। সেই সঙ্গে লগ্নিকারীদের উদ্দেশে বলেছেন, ‘‘আমেরিকায় এসে পণ্য তৈরি করুন। আপনাদের উপরে বিশ্বের অন্যতম নিচু হারে কর চাপবে। আর যদি আমেরিকায় পণ্য উৎপাদন না করেন, সেটাও আপনাদের ব্যাপার। তবে সে ক্ষেত্রে শুল্ক চাপানো হবে।’’ কেন্দ্রীয় ব্যাঙ্কগুলির উদ্দেশেও স্পষ্ট বার্তা দিয়ে তাঁর বক্তব্য, তিনি চান অবিলম্বে সুদ ছাঁটাই করা হোক। মসৃণ হোক বিনিয়োগের পরিবেশ।