সিমেন্ট শিল্পে বৃহত্তম অধিগ্রহণ দেখতে চলেছে দেশ। রবিবার আদিত্য বিড়লা গোষ্ঠীর সংস্থা আলট্রা টেক ঘোষণা করেছে, বর্তমানে ঋণের ভারে জর্জরিত জেপি গোষ্ঠীর সিমেন্ট কারখানাগুলিকে কিনে নিচ্ছে তারা। এ জন্য ঢালা হবে প্রায় ১৭ হাজার কোটি টাকা। সংশ্লিষ্ট মহল বলছে, সিমেন্ট শিল্পে এত বেশি অঙ্কের হাতবদল এর আগে হয়নি।
জয়প্রকাশ অ্যাসোসিয়েটস-এর সঙ্গে ইতিমধ্যেই এই অধিগ্রহণের ব্যাপারে চুক্তি সই হয়ে গিয়েছে । সেই অনুযায়ী, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, হিমাচলপ্রদেশ, উত্তরাখণ্ড, অন্ধ্রপ্রদেশ ও কর্নাটকে অবস্থিত জয়প্রকাশের সিমেন্ট কারখানাগুলি ঝুলিতে পুরবে আলট্রা টেক। সব মিলিয়ে যেগুলির উৎপাদন ক্ষমতা বছরে মোট ২ কোটি ২৪ লক্ষ টন। তালিকায় রয়েছে ৪৭০ কোটি টাকা খরচে তৈরি হতে থাকা আর একটি কারখানাও। বছরে যার উৎপাদন ক্ষমতা ৪০ লক্ষ টন। এর আগে শুধু মধ্যপ্রদেশে দু’টি কারখানা কিনতে চুক্তি করে আলট্রা টেক। সংস্থা জানিয়েছে, নতুন চুক্তির ফলে সেটি বাতিল হল।
আলট্রা টেকের দাবি, এই অধিগ্রহণের হাত ধরে সাতনা, পূর্ব উত্তরপ্রদেশ, হিমাচল বা অন্ধ্রের উপকূল এলাকার বাজারে প্রথম পা রাখার সুযোগ পাবে তারা। অন্য দিকে জেপি-র দাবি, তাদের যে-সব সংস্থা লগ্নির জন্য ধার নিয়েছে, মন্থর অর্থনীতির ধাক্কায় সেগুলি বিপাকে। ঋণের জাল কেটে বেরোতেই এই পদক্ষেপ।