RBI

ঋণে সুদের হার ছাঁটাই

এক বছরের ক্ষেত্রে নতুন সুদ হচ্ছে ৭%।

Advertisement

সংবাদ সংস্থা

মুম্বই শেষ আপডেট: ০৯ জুন ২০২০ ০৪:০৪
Share:

গত মাসে ঋণনীতিতে রিজার্ভ ব্যাঙ্ক রেপো রেট ছাঁটাইয়ের পরে সোমবার ঋণে সুদের হার কমাল স্টেট ব্যাঙ্ক। জানাল, ১০ জুন থেকে সমস্ত মেয়াদে ঋণের তহবিল সংগ্রহের খরচের ভিত্তিতে হিসেব করা সুদ (এমসিএলআর) কমছে ২৫ বেসিস পয়েন্ট। এক বছরের ক্ষেত্রে নতুন সুদ হচ্ছে ৭%। এই নিয়ে টানা ১৩ বার এমসিএলআর কমাল ব্যাঙ্কটি। ওই দিন থেকে বেস রেটও ৭৫ বেসিস পয়েন্ট কমিয়ে ৭.৪০% করছে তারা।

Advertisement

সেই সঙ্গে ঋণে তৃতীয় মাপকাঠির উপরে ভিত্তি করে স্থির করা সুদ (ইবিআর) ৪০ বেসিস পয়েন্ট কমিয়ে ৬.৬৫% করার কথা জানিয়েছে এসবিআই। আর রেপো রেটের সঙ্গে যুক্ত সুদও (আরএলএলআর) একই হারে কমে হবে ৬.২৫%। ১ জুলাই থেকে নতুন হার কার্যকর হবে।

ব্যাঙ্কের দাবি, এ দিনের সিদ্ধান্তে ৩০ বছরের জন্য নেওয়া ২৫ লক্ষ টাকার গৃহঋণে এমসিএলআরের ক্ষেত্রে মাসিক কিস্তি কমবে প্রায় ৪২১ টাকা। আর ইবিআর এবং আরএলএলআর-এর ক্ষেত্রে তা কমবে প্রায় ৬৬০ টাকা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement