‘টিপ ছাপেই’ নগদহীন লেনদেন।
কেনাকাটা সেরে পকেট হাতড়ানোর দরকার নেই। লাগবে না ফোনও। টাকা মেটাতে শুধু চাই ক্রেতার আধার নম্বর ও আঙুলের ছাপ। নগদহীন লেনদেন আরও এক ধাপ এগিয়ে এই পথে হাঁটল আইইডিএফসি ব্যাঙ্কের হাত ধরে। তিন মাস ১৬টি রাজ্যে পরীক্ষার পরে মঙ্গলবার দিল্লিতে ‘আধার পে’ অ্যাপটি আনুষ্ঠানিক ভাবে চালু করল তারা। শীঘ্রই এ রাজ্যে পরিষেবা মিলবে বলে আশ্বাস ব্যাঙ্কটির।
তারা জানিয়েছে, ক্রেতার আধার নম্বর তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত থাকতে হবে। অন্য দিকে, বিভিন্ন সংস্থা (মার্চেন্ট) আইডিএফসি ব্যাঙ্কের সঙ্গে গাঁটছড়া বেঁধে ব্যাঙ্কের ‘আধার পে’ অ্যাপটি তাদের স্মার্টফোনে ডাউনলোড করবে। সঙ্গে থাকবে ক্রেতার আঙুলের ছাপ নেওয়ার আলাদা যন্ত্র। কেনাকাটার পরে সংস্থাটির মোবাইলের ওই অ্যাপে ক্রেতা তাঁর যে ব্যাঙ্কে অ্যাকাউন্ট, রয়েছে সেটি বেছে নেবেন ও তাঁর আধার নম্বর দেবেন। পাশাপাশি, আলাদা যন্ত্রটিতে আঙুল ছোঁয়াবেন। তাঁর আঙুলের ছাপই হবে লেনদেনের ‘পাসওয়ার্ড’। আধারের তথ্যভাণ্ডারের সঙ্গে আঙুলের ছাপ মিললেই লেনদেন সম্পূর্ণ হবে। আগামী দু’বছরের মধ্যে ৫০ হাজার থেকে ৭৫ হাজার সংস্থার সঙ্গে গাঁটছড়া বাঁধবে ব্যাঙ্কটি।