সাময়িক ভাবে সানন্দ-এ বরখাস্ত হওয়া সহকর্মীদের সমর্থনে বিক্ষোভ দেখাতে আসা টাটা মোটরসের প্রায় ৩০০ কর্মীকে আটক করল পুলিশ। শনিবার সকালে ন্যানো কারখানার বাইরে জড়ো হন তাঁরা।
আমদাবাদের (গ্রামীণ) ডিএসপি পি ও ভাট বলেন, ‘‘বিক্ষোভে সামিল কর্মীদের কাছে জিআইডিসির ২ নম্বর গেটের বাইরে অবস্থান করার জন্য প্রশাসনের তরফে লিখিত অনুমোদন ছিল না। তাই তাঁদের আটক করা হয়েছে।’’ তবে সাসপেন্ড হওয়া ২৬ জন সহকর্মীকে ফের কাজে বহাল না-করা পর্যন্ত কর্মীরা কারখানার বাইরে বিক্ষোভ চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। উল্লেখ্য, ওই দাবিতে গত ২২ ফেব্রুয়ারি থেকে ধর্মঘট চালাচ্ছেন কারখানার ৪২২ জন কর্মী। রাজ্য অবশ্য ওই ধর্মঘটকে বেআইনি ঘোষণা করেছে।