এ বার সারোগেট মাকেও মূল বিমার স্রোতে শামিল করতে উদ্যোগী হল বিমা নিয়ন্ত্রক আইআরডিএ। প্রতীকী চিত্র।
মানসিক অসুখের পরে এ বার সারোগেট মাকেও মূল বিমার স্রোতে শামিল করতে উদ্যোগী হল বিমা নিয়ন্ত্রক আইআরডিএ। উদ্যোগ বাস্তবায়িত হলে সারোগেট মায়ের সন্তান প্রসবের খরচ মেটাবে বিমা সংস্থা। শীঘ্রই বাজারে আসবে এমন প্রকল্প। বুধবার ন্যাশনাল ইনশিয়োরেন্সের জেনারেল ম্যানেজার টি বাবু পল বলেন, বিমা আছে এমন মহিলা সারোগেসি মারফত মা হতে চাইলে, যিনি সারোগেট মা হয়ে সন্তানের জন্ম দেবেন তাঁকে বিমার সুবিধা দেওয়া হবে। এ জন্য সাধারণ বিমা সংস্থাগুলিকে প্রকল্প তৈরি করতে বলেছে আইআরডিএ। তারা সায় দিলে সেগুলি বাজারে ছাড়া হবে। প্রসবের খরচের সঙ্গে বাড়তি আর্থিক সুবিধা দেওয়া নিয়েও ভাবছে সংস্থাগুলি। পল বলেন, “আইআরডিএ-র নির্দেশ মতো প্রকল্পের শর্তগুলি কী হবে খতিয়ে দেখছি। ভেবে দেখছি আর কী কী সুবিধা দেওয়া যায়। আশা, মাস তিনেকের মধ্যেই আসবে প্রকল্প।’’