হচ্ছে না ধর্মঘট। —প্রতীকী চিত্র।
একাধিক দাবি-দাওয়া সামনে রেখে আগামী ২৪ ও ২৫ মার্চ দু’দিনের ব্যাঙ্ক ধর্মঘট ডেকেছিল ব্যাঙ্ক শিল্পে কর্মী-অফিসারদের ইউনিয়নগুলির যৌথ মঞ্চ ইউএফবিইউ। তবে শেষ পর্যন্ত হচ্ছে না সেই ধর্মঘট। এর আগের বৈঠক অবশ্য ব্যর্থ হয়েছিল। তার পরেই এই বৈঠকের দিকে তাকিয়ে ছিল সংশ্লিষ্ট সমস্ত পক্ষ। শেষ পর্যন্ত তা সফল হল।
কেন্দ্রীয় শ্রম কমিশনারের মধ্যস্থতায় শুক্রবার ব্যাঙ্ক কর্তৃপক্ষের সংগঠন আইবিএ এবং ইউনিয়নগুলির যৌথ মঞ্চ ইউএফবিইউর মধ্যে দাবিগুলি নিয়ে আলোচনার পরেআগামী ২৪ এবং ২৫ মার্চ দেশ জুড়ে ব্যাঙ্ক ধর্মঘটের যে ডাক দেওয়া হয়েছিল, তা আপাতত তুলে নেওয়া হল বলে জানিয়েছেন ইউনিয়নের নেতারা।
এইআইবিইএর সভাপতি রাজেন নাগর বলেন, ব্যাঙ্কে কর্মী নিয়োগ, কাজের ভিত্তিতে উৎসাহ ভাতা, ব্যাঙ্কের পরিচালন পর্ষদে কর্মী এবং অফিসারদের প্রতিনিধি নিয়োগ, সপ্তাহে ৫ দিনের কাজ চালু করা ইত্যাদি দাবিগুলি নিয়ে আইবিএ এবং কেন্দ্রীয় সরকারের আর্থিক বিষয়ক পরিষেবা বিভাগের কর্তাদের সঙ্গে আলোচনার ভিত্তিতে ধর্মঘটের ডাক আপাতত প্রত্যাহার করা হয়েছে।
ব্যাঙ্ক শিল্পের অফিসারদের সংগঠন আইবকের সাধারণ সম্পাদক রূপম রায় বলেন, এদিনের বৈঠকে কেন্দ্রীয় আর্থিক বিষয়ক পরিষেবা বিভাগের যুগ্ম সচিব ভার্চুয়াল ব্যবস্থায় আলোচনায় অংশ নেন। বেশ কিছু দাবি নিয়ে আমরা কেন্দ্রীয় সরকার এবং এবং আইবিএর কাছ থেকে ইতিবাচক সাড়া পেয়েছি। মুখ্য শ্রম কমিশনার বলেছেন, ৫ দিনের সপ্তাহের যে দাবিটি নিয়ে ইতিমধ্যেই আইবিএ এবং ইউএফবিইউর মধ্যে চুক্তি হয়েছে, সরকারের সঙ্গে কথা বলে সেটি কার্যকর করার ব্যাপারে তিনি বিশেষ ভাবে উদ্যোগী হবেন।