ব্রিটেনে ইস্পাত শিল্পের সঙ্কটের প্রভাব পড়ল টাটা স্টিলের উপর। খরচ কমাতে সরবরাহকারীদের ৩০% পর্যন্ত দাম কমাতে বলেছে সংস্থা। সংস্থার ‘লং প্রোডাক্টস’ বিভাগ তার সরবরাহকারীদের পাঠানো চিঠিতে জানিয়েছে, অবিলম্বে দর না-কমালে তাদের সঙ্গে সংস্থা ব্যবসা চালাতে পারবে না। বিশ্ব জুড়ে চাহিদায় টান এবং ইস্পাতের দর তলানিতে এসে ঠেকায় সংস্থা সঙ্কটে বলে জানিয়েছে। পাশাপাশি, টাটা মোটরসের জাগুয়ার-ল্যান্ডরোভার ৪৫০ কোটি পাউন্ড খরচ কমাতে একটি পরিকল্পনা হাতে নিয়েছে। মূলত চিনে মন্দার জেরে গাড়ির চাহিদা কমায় এই সিদ্ধান্ত। কারণ, চিনই এই গাড়ির অন্যতম বড় বাজার। উৎপাদনের প্রতি ধাপেই কমবে খরচ।