অশোক গজপতি রাজু
লোকসানে চলা এয়ার ইন্ডিয়া (এআই) বেসরকারি হাতে দেওয়ার প্রস্তাব কেন্দ্রীয় মন্ত্রিসভা বিবেচনা করে দেখবে বলে ইঙ্গিত মিলেছে। কোন পথে বিমান সংস্থাটির এই বেসরকারিকরণ হবে, তা অবশ্য স্পষ্ট করেনি কেন্দ্র। তবে সরকারি সূত্রের খবর, অন্য সংস্থার হাতে সিংহভাগ শেয়ার বিক্রি করে যৌথ উদ্যোগ গড়া, বা পুরোপুরি বিলগ্নিকরণ— দু’টি উপায় নিয়েই চিন্তা-ভাবনা করা হচ্ছে।
নীতি আয়োগ ইতিমধ্যেই বলেছে, এয়ার ইন্ডিয়ার বেহাল আর্থিক অবস্থার কারণে, করদাতাদের টাকা ওই সংস্থায় না-ঢেলে তা সরকারের উচিত স্বাস্থ্য-শিক্ষা খাতে খরচ করা। উল্লেখ্য, সংস্থাকে বাঁচিয়ে রাখতে পূর্বতন ইউপিএ সরকার ৩০ হাজার কোটি টাকার ত্রাণ প্রকল্প ঘোষণা করেছিল। তার উপর ভর করেই এয়ার ইন্ডিয়াকে চালু রাখা হয়েছে।
উল্লেখ্য, গত সপ্তাহেই এয়ার ইন্ডিয়া বিলগ্নিকরণের পক্ষে সওয়াল করেছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি। তিনি বলেন, বিমান পরিবহণ পরিষেবা ব্যবসায় সংস্থাটির বাজার-দখল মাত্র ১৪%, যেখানে তার ঋণের বোঝা ৫০ হাজার কোটি টাকা।
২০০৭ সালে এয়ার ইন্ডিয়ার সঙ্গে ঘরোয়া উড়ান চালানোর সংস্থা ইন্ডিয়ান এয়ারলাইন্স মিশিয়ে দেওয়ার সময় থেকেই সমস্যা ঘোরালো হয়ে ওঠে। ইন্ডিয়ান এয়ারলাইন্সের লোকসানের বিপুল বোঝা চাপে এআইয়ের উপর। বিমানমন্ত্রী অশোক গজপতি রাজু এ প্রসঙ্গে বলেছেন, ‘‘ঘড়ির কাঁটাকে তো আর পিছন দিকে নিয়ে গিয়ে এই সংযুক্তি বাতিল করা যায় না।’’ তবে বিমান প্রতিমন্ত্রী জয়ন্ত সিন্হা বলেন, এআইয়ের জন্য যে সিদ্ধান্তই নেওয়া হোক, তা জাতীয় স্বার্থ বজায় রেখেই করা হবে।