দাম বাড়া রুখতে ১০ হাজার টন ডাল বাজারে ছাড়বে কেন্দ্র

দাম বাড়া ঠেকাতে শীঘ্রই মজুত ভাণ্ডার থেকে ১০ হাজার টন ডাল বাজারে ছাড়বে কেন্দ্রীয় সরকার। এর আওতায় রয়েছে মূলত অড়হর ও কলাইয়ের ডাল।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ২৪ এপ্রিল ২০১৬ ০২:৫৫
Share:

দাম বাড়া ঠেকাতে শীঘ্রই মজুত ভাণ্ডার থেকে ১০ হাজার টন ডাল বাজারে ছাড়বে কেন্দ্রীয় সরকার। এর আওতায় রয়েছে মূলত অড়হর ও কলাইয়ের ডাল।

Advertisement

রাজ্য সরকারগুলিকেও দামের ওঠা-পড়ার উপর কড়া নজর রাখার নির্দেশ দিয়েছে নরেন্দ্র মোদী সরকার। লক্ষ্য বেআইনি মজুতদারদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া। বিভিন্ন রাজ্যকে তাদের ডালের চাহিদার পরিমাণও অবিলম্বে জানিয়ে দিতে বলা হয়েছে। তা হলে ভাঁড়ার থেকে কেন্দ্র ডাল ছাড়লে কোন রাজ্যের জন্য কতটা বরাদ্দ প্রয়োজন, তা ঠিক করা সহজ হবে বলে এক সরকারি বিবৃতিতে জানানো হয়েছে।

প্রসঙ্গত, গত বছর ডালের খুচরো দাম কেজিতে সর্বোচ্চ ২০০ টাকা পর্যন্ত উঠেছিল। এখন দেশের বেশির ভাব এলাকায় তা রয়েছে ৮৩-১৭৭ টাকার মধ্যে। ২০১৫-’১৬ সালের খরিফ মরসুমে কেন্দ্র চাষিদের থেকে ৫০ হাজার টন ডাল সংগ্রহ করেছে। উপরন্তু ২৫ হাজার টন ডাল আমদানির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভাঁড়ার ভরতে রবি মরসুমে উৎপন্ন ১ লক্ষ টন ছোলা ও মসুর ডাল সংগ্রহ করার লক্ষ্যমাত্রা নিয়েছে কেন্দ্র।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement