দেড় দু’দশক ধরে কল-কারখানায় আধুনিক প্রযুক্তির ব্যবহার বেড়েছে। আর তার সঙ্গে পাল্লা দিয়ে কাজ হারানোর ভয়ও বেড়েছে বলে মত অর্গানাইজেশন ফর ইকনমিক কো-অপারেশন অ্যান্ড ডেভেলপমেন্টের (ওইসিডি)। বিশেষত রোবট ও কম্পিউটারের ব্যবহার বৃদ্ধি পাওয়ায় আগামী দিনে সেই আশঙ্কা আরও বাড়তে পারে বলে সম্প্রতি প্রকাশ করা রিপোর্টে সাবধান করেছে তারা। ওইসিডির মতে, এই অবস্থার জন্য আগেভাগে তৈরি হওয়া জরুরি। উন্নত দেশগুলিতে কর্মীদের প্রশিক্ষণ দিয়ে নতুন ধরনের কাজের উপযুক্ত না করতে পারলে ভবিষ্যতে সমস্যা বাড়বে বলে তাদের মত।
সমীক্ষায় ওইসিডির দাবি, রোবট ও কম্পিউটারের ব্যবহার বাড়ার জেরে আগামী ২০ বছরে বিশ্বে মোট কর্মীর ১৪% কাজ হারাতে পারেন। বদলে যাবে ৩২% কাজের চরিত্রই। ওইসিডির জেনারেল সেক্রেটারি অ্যাঞ্জেল গুরিয়ার ইঙ্গিত, ডিজিটাল প্রযুক্তির এই যুগে কর্মীদের দক্ষতায় খামতি থেকে গেলে তা সামাজিক এবং রাজনৈতিক ক্ষেত্রে বুমেরাং হয়ে উঠতে পারে। ওইসিডির গবেষকদের দাবি, বদলে যাওয়া সময়ে স্বয়ংক্রিয় প্রযুক্তি ব্যবহারে দক্ষ না হলে সমস্যা হতে পারে কর্মীদের। এই অবস্থায় কর্মীরাও চান যে তাঁদের দক্ষতা তৈরি সাহায্য করা হোক। সেই দায়িত্ব নিতে হবে দেশগুলিকেই।