ছোট ব্যবসায় বোঝা কমবে ৩০%

নগদহীন লেনদেনে উৎসাহ দিতে সোমবারই ছোট ব্যবসার জন্য করছাড়ের কথা ঘোষণা করে অর্থ মন্ত্রক। আজ অর্থমন্ত্রী অরুণ জেটলির দাবি, এর ফলে ছোট ব্যবসায়ীদের করের বোঝা ৩০% কমবে। বছরে ২ কোটি টাকা পর্যন্ত ব্যবসার ক্ষেত্রেই এটি প্রযোজ্য।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

নয়াদিল্লি শেষ আপডেট: ২১ ডিসেম্বর ২০১৬ ০২:০৮
Share:

নগদহীন লেনদেনে উৎসাহ দিতে সোমবারই ছোট ব্যবসার জন্য করছাড়ের কথা ঘোষণা করে অর্থ মন্ত্রক। আজ অর্থমন্ত্রী অরুণ জেটলির দাবি, এর ফলে ছোট ব্যবসায়ীদের করের বোঝা ৩০% কমবে। বছরে ২ কোটি টাকা পর্যন্ত ব্যবসার ক্ষেত্রেই এটি প্রযোজ্য।

Advertisement

চালু আয়কর আইন অনুযায়ী, যে-সব ব্যবসায় লেনদেন চলে ২ কোটি টাকা পর্যন্ত, আদপে তাদের নিট মুনাফা যাই দাঁড়াক না কেন, লাভ ৮% ধরে তার উপরে কর হিসাব করা হয়। দেড় লক্ষ টাকা পর্যন্ত আয়ে করছাড় বাদ দিলে করের পরিমাণ হয় ২,৬৭,৮০০ টাকা।

নতুন ব্যবস্থায় বলা হয়েছে, পণ্য বিক্রির পরে তার দাম ব্যাঙ্কের চেকে অথবা ডিজিটাল ব্যবস্থায় নেওয়া হলে সেই মুনাফা ৮ শতাংশের পরিবর্তে ৬% ধরা হবে। ফলে ছোট ব্যবসায়ীদের তখন ৬% মুনাফার উপর আয়কর মেটালেই চলবে, প্রকৃত ব্যবসা যা-ই হোক না কেন।

Advertisement

১০০% ডিজিটাল লেনদেনে করের পরিমাণ কমে হবে ১,৪৪,২০০ টাকায়। যদি ৬০% ব্যবসাও ডিজিটাল মাধ্যমে হয়, তা হলেও কর দিতে হবে ১,৯৩,৬৪০ টাকা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement