ব্রিটেনে গণভোটের রায় ইউরোপীয় ইউনিয়ন ছাড়ার পক্ষে যাওয়ায় বদলেছে পরিস্থিতি। রানির দেশে তাই বিকল্প ব্যবসা-কৌশল ভেবে দেখা শুরু করেছে টাটা স্টিল। শুক্রবার বিবৃতিতে তারা সেখানে ব্যবসা বিক্রির পরিকল্পনা স্থগিতের কথা বলেনি। কিন্তু যে ভাবে বিকল্প ভাবনার কথা বলা হয়েছে, তাতে অনেকের ধারণা, ওই দেশে সব ব্যবসা হয়তো বিক্রি করবে না টাটারা। কিছু ব্যবসা বেচে হাতে রাখতে পারে পোর্ট ট্যালবট কারখানা। টাটারা জানিয়েছে, ব্রিটেন-সহ ইউরোপের ব্যবসার জন্য যৌথ উদ্যোগ গড়তে জার্মান বহুজাতিক থাইসেনক্রুপের কথা বলছে তারা।