যত দ্রুত সম্ভব ব্রিটেনের লোকসানে চলা ইস্পাত ব্যবসা বেচে পাততাড়ি গোটাতে চাইছে ভারতীয় ইস্পাত বহুজাতিক টাটা স্টিল।
এ জন্য ইতিমধ্যেই ১৯০ জন যোগ্য লগ্নিকারীর দরজায় পৌঁছে গিয়েছে তারা। পাশাপাশি, মূলত পূর্ব এশিয়ায় খুব তাড়াতাড়ি সম্ভাব্য ক্রেতার খোঁজ চালাতে অতিরিক্ত উপদেষ্টা হিসেবে তারা নিয়োগ করেছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাঙ্ককে। সেই সঙ্গে ব্রিটেন শাখার পুরো অংশীদারি বিক্রির প্রক্রিয়াকে আরও জোরদার করতে সংস্থা পরিচালনার শীর্ষ স্তরে আনছে রদবদলও। যেখানে টাটা স্টিল ইউরোপের রড ব্যবসার (লং প্রোডাক্টস ইউরোপ) এগ্জিকিউটিভ চেয়ারম্যান বিমলেন্দ্র ঝা-কে করা হয়েছে ব্রিটেনে টাটা স্টিলের সিইও।
সোমবার বম্বে স্টক এক্সচেঞ্জে এক বিবৃতিতে টাটা স্টিল জানিয়েছে, ব্রিটেনের সম্পত্তি বিক্রির প্রস্তাব নিয়ে এর মধ্যেই তাদের উপদেষ্টা সংস্থা গত সাত দিনে আর্থিক ও শিল্প ক্ষেত্রের ১৯০ জন যোগ্য লগ্নিকারীর কাছে গিয়েছেন। তবে প্রক্রিয়াটি নিয়ে এখনও গোপনীয়তা বজায় রেখে চলছে সংস্থা।
তবে ওই ব্যবসাকে দ্রুত ঘাড় থেকে ঝেড়ে ফেলতে ইস্পাত সংস্থাটি কতটা মরিয়া, তার প্রমাণ বিমলেন্দ্র ঝা-কে ব্রিটেনের শাখায় নিয়ে আসার সিদ্ধান্ত। এগ্জিকিউটিভ চেয়ারম্যান হিসেবে টাটা স্টিল ইউরোপের রড ব্যবসাকে লগ্নি সংস্থা গ্রেবুল ক্যাপিটালকে কিনতে রাজি করানোর কৃতিত্ব অর্জন করেছেন তিনি। সংস্থা কর্তৃপক্ষের দাবি, ঝা-এর এই অভিজ্ঞতাকে ব্রিটেনের ব্যবসা বেচার ক্ষেত্রে কাজে লাগাতেই এই পদক্ষেপ।
এ দিকে, ১১ এপ্রিল ওই ব্যবসা বিক্রির আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরুর পরে ভারতীয় ইস্পাত বহুজাতিকটি এ ব্যাপারে যাবতীয় দায়িত্ব দিয়ে নিয়োগ করেছিল উপদেষ্টা সংস্থা কেপিএমজি-কে। সোমবার সংস্থার তরফে জানানো হয়েছে, সারা বিশ্ব, বিশেষত পূর্ব এশিয়া থেকে উপযুক্ত ও আগ্রহী ক্রেতাকে খুঁজে বার করে আনতে ও পুরো বিষয়টি সামলাতে অতিরিক্ত উপদেষ্টা হিসেবে এ বার স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাঙ্ককেও নিয়োগ করেছে তারা। এর মূল লক্ষ্যও, লগ্নিকারী খোঁজার গতি আরও বাড়ানো। টাটা স্টিল কর্তৃপক্ষের দাবি, কেপিএমজির সঙ্গে কাঁধ মিলিয়েই কাজ করবে স্ট্যান্ডার্ড চার্টার্ড।