ইস্পাত বহুজাতিক গড়তে চুক্তি টাটাদের

নতুন সংস্থায় টাটা স্টিল এবং থাইসেনক্রুপের হাতে থাকবে সমান মালিকানা। সদর দফতর হবে নেদারল্যান্ডসে। কর্মী সংখ্যা ৪৮,০০০। ইস্পাত উৎপাদন ক্ষমতা বছরে ২.১ কোটি টন।

Advertisement

সংবাদ সংস্থা

ফ্রাঙ্কফুর্ট শেষ আপডেট: ০১ জুলাই ২০১৮ ০৩:১৪
Share:

দীর্ঘ টালবাহানার পরে অবশেষে জার্মানির ইস্পাত সংস্থা থাইসেনক্রুপের সঙ্গে যৌথ উদ্যোগে ব্যবসা করতে শনিবার চূড়ান্ত চুক্তি করল টাটা স্টিল। সব ছাড়পত্র সময়ে হাতে এলে পরের বছরের প্রথম ত্রৈমাসিকের মধ্যেই যৌথ উদ্যোগ সম্পূর্ণ হবে বলে ধারণা। আর তা হলে নতুন সংস্থাটি হবে ইউরোপের দ্বিতীয় বৃহত্তম ইস্পাত সংস্থা। যার স্থান হবে আর্সেলর-মিত্তলের পরেই।

Advertisement

নতুন সংস্থায় টাটা স্টিল এবং থাইসেনক্রুপের হাতে থাকবে সমান মালিকানা। সদর দফতর হবে নেদারল্যান্ডসে। কর্মী সংখ্যা ৪৮,০০০। ইস্পাত উৎপাদন ক্ষমতা বছরে ২.১ কোটি টন। আর বিক্রির পরিমাণ প্রায় ১,৭০০ কোটি ইউরো।

চাহিদায় ভাটা। অথচ উপচে পড়া জোগান। এই অবস্থায় দীর্ঘ দিন জল্পনা চলার পরে সেপ্টেম্বরে প্রথম গাঁটছড়ার কথা জানায় টাটা স্টিল ও থাইসেনক্রুপ। এখন হাল কিছুটা ফিরেছে। কিন্তু রয়েছে মার্কিন শুল্কের চোখরাঙানি। যে দেশ ইউরোপীয় ইস্পাতের প্রধান বাজার। এই অবস্থায় রফতানির বদলে স্থানীয় শিল্পের চাহিদা পূরণেই ইস্পাত সংস্থাগুলিকে জোর দিতে হবে বলে মনে করছেন অনেকে। তাই এই বাজারকেই নিশানা করতে হবে যৌথ উদ্যোগটিকে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement