জোট বাঁধল টাটা মোটরস

গাড়ি তৈরিতে একে অপরের দক্ষতাকে কাজে লাগাতে জার্মান বহুজাতিক ফোক্সভাগেন গোষ্ঠী ও তাদের অন্যতম সংস্থা স্কোডা অটোর সঙ্গে হাত মেলাল টাটা মোটরস। লক্ষ্য, প্রযুক্তি ও পরিকাঠামো ভাগ করে নেওয়াও। শুক্রবার টাটারা জানিয়েছে, এই জোটের ভিত্তিতে ২০১৯ সালে নতুন ধরনের গাড়ি আনতে চায় তারা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১১ মার্চ ২০১৭ ০২:৪২
Share:

গাড়ি তৈরিতে একে অপরের দক্ষতাকে কাজে লাগাতে জার্মান বহুজাতিক ফোক্সভাগেন গোষ্ঠী ও তাদের অন্যতম সংস্থা স্কোডা অটোর সঙ্গে হাত মেলাল টাটা মোটরস। লক্ষ্য, প্রযুক্তি ও পরিকাঠামো ভাগ করে নেওয়াও। শুক্রবার টাটারা জানিয়েছে, এই জোটের ভিত্তিতে ২০১৯ সালে নতুন ধরনের গাড়ি আনতে চায় তারা।

Advertisement

উন্নয়নশীল দেশে ছোট গাড়ির বাজার ধরতে এর আগে জাপানের সুজুকির সঙ্গেও হাত মেলাতে উদ্যোগী হয়েছিল ফোক্সভাগেন। আর সুজুকি চেয়েছিল, ফোক্সভাগেনের আধুনিক প্রযুক্তির সাহায্য। কিন্তু শেষ পর্যন্ত তা ভেস্তে যায়। এ বার টাটাদের হাত ধরে ফের এগোতে চাইছে জার্মান সংস্থাটি। শুক্রবারই টাটা মোটরস, ফোক্সভাগেন ও স্কোডার শীর্ষ কর্তারা প্রাথমিক চুক্তি সই করেছেন। সেই অনুযায়ী, কোন কোন ক্ষেত্রে একে অপরের দক্ষতাকে কাজে লাগানো যায়, তা খতিয়ে দেখবে স্কোডা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement