টাটা মোটরস। —ফাইল চিত্র।
বৈদ্যুতিক গাড়ির জন্য ব্যাটারির ‘সেল’ তৈরির কারখানা গড়তে ব্রিটেনকে বেছে নিল টাটা গোষ্ঠী।
ইতিমধ্যেই ভারতের বৈদ্যুতিক যাত্রিবাহী গাড়ির ক্ষেত্রে কার্যত অগ্রণীর ভূমিকা নেওয়া টাটা মোটরস এখন পরিবেশবান্ধব জ্বালানিতে জোর দিচ্ছে। সম্প্রতি গুজরাতের প্রশাসনিক সূত্র জানিয়েছিল, সানন্দে টাটারা লিথিয়াম আয়ন সেলের কারখানা গড়বে। লগ্নির সম্ভাবনা প্রায় ১৩,০০০ কোটি টাকা। এই অবস্থায় বুধবার গোষ্ঠীর মূল সংস্থা টাটা সন্স ব্রিটেনে বার্ষিক ৪০ গিগাওয়াটের ব্যাটারির সেল তৈরির প্রকল্প গড়তে ৪০০ কোটি পাউন্ড (প্রায় ৪২,৮০০ কোটি টাকা) ঢালার কথা ঘোষণা করেছে। ২০২৬-এ শুরু হবে উৎপাদন। প্রথমে তাদেরই গাড়ি সংস্থা টাটা মোটরস এবং ব্রিটিশ শাখা জাগুয়ার ল্যান্ডরোভার হবে মূল ক্রেতা। এই লগ্নি পরিকল্পনাকে স্বাগত জানান সে দেশের প্রধানমন্ত্রীঋষি সুনক।
সুনক বলেন, ‘‘ভারতের বাইরে প্রথম এমন কারখানা তৈরির সিদ্ধান্ত ব্রিটেনের প্রতি টাটাদের আস্থার প্রকাশ। এ দেশের গাড়ি শিল্পেও এটি অন্যতম বৃহৎ লগ্নি। যা বিপুল কাজের সুযোগ তৈরি করবে।’’ পরে তাঁর টুইট-বার্তা, ২০৩০-এর মধ্যে ব্রিটেনে যত গাড়ির ব্যাটারি লাগবে, তার প্রায় অর্ধেক জোগাবে টাটাদের কারখানা। টাটা সন্সের চেয়ারম্যান এন চন্দ্রশেখরনের দাবি, সব ব্যবসার পরিবেশবান্ধব উন্নয়নে দায়বদ্ধ তাঁরা। ব্রিটেনের লগ্নি সংস্থার বৈদ্যুতিক গাড়ি শিল্পে অগ্রগতির পথে সহায়ক হবে।