তাজ মানসিংহ নিয়ে দিল্লি হাইকোর্টের নির্দেশই বৃহস্পতিবার বহাল রাখল সুপ্রিম কোর্ট। নয়াদিল্লি পুরসভাকে (এনডিএমসি) দিল্লির এই ঐতিহ্যবাহী পাঁচতারা হোটেল নিলামে তোলার অনুমতি দিল তারা।
গত কয়েক দশক ধরে হোটেলটি চালাচ্ছে টাটা গোষ্ঠীর ইন্ডিয়ান হোটেলস কোম্পানি। টাটারা অবশ্য জানিয়েছে পরিচালনা নিজেদের হাতে রাখতে, ওই বৈদ্যুতিন নিলামে অংশ নিতে আগ্রহী তারাও।
উল্লেখ্য, তাজ মানসিংহ চালানোর জন্য টাটাদের ৩৩ বছরের লিজ ছিল, যা গত ২০১১ সালে শেষ হয়। কিন্তু তার পরে ৯ বার তা বাড়ানো হয়। নয়াদিল্লি পুরসভা চায় হোটেলটি নিলামে তোলা হোক। গত মাসে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবালের নেতৃত্বে প্রশাসনিক আধিকারিকদের বৈঠকে শেষ পর্যন্ত হোটেল নিলামে তোলার সিদ্ধান্ত নেওয়া হয়। দিল্লি হাইকোর্টও এই নির্দেশ দিয়েছে। সেই নির্দেশের বিরুদ্ধেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় ইন্ডিয়ান হোটেলস। কিন্তু তাতেও সুবিধা হল না টাটাদের।
বরং শীর্ষ আদালতের বেঞ্চ এ দিন নয়াদিল্লি পুরসভার আর্জি মেনে জানিয়েছে, ওই নিলামে ইন্ডিয়ান হোটেলসের না-বলার অধিকার নেই। যদিও বৈদ্যুতিন নিলামে হেরে গেলে যাতে সংস্থাটি হোটেল খালি করার সময় পায়, সে জন্য পুরসভাকে ৬ মাস বাড়তি সময় দিতে বলেছে বেঞ্চ।
টাটাদের দাবি ছিল, তাজ নিলাম হলে সরকারের রাজস্ব ক্ষতি হবে। আর টাটারা হারাবে গোষ্ঠীর আয়ের অন্যতম উৎস। যে-কারণে নিলাম নয়, লিজ পুনর্নবীকরণের পক্ষে সওয়াল করেছিল তারা।