—ফাইল চিত্র।
বেআইনি লেনদেন মামলায় অভিযুক্ত আইসিআইসিআই ব্যাঙ্কের প্রাক্তন সিইও চন্দা কোছরের বিরুদ্ধে কোনও দমনমূলক ব্যবস্থা নেওয়া হবে না বলে সুপ্রিম কোর্টে জানাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। শুক্রবার সলিসিটর জেনারেল তুষার মেহতা বিচারপতি এস কে কৌলের বেঞ্চকে এ কথা জানান। চন্দার আর্জির ভিত্তিতে তিনটি মামলা চলছে শীর্ষ আদালতে। যার একটিতে বেআইনি লেনদেন প্রতিরোধ আইনে তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ তুলতে আর্জি জানিয়েছেন কোছর।
কালো টাকা প্রতিরোধ আইনের আওতায় চলা মামলায় সম্প্রতি চন্দা, তাঁর স্বামী দীপক ও ভিডিয়োকন গোষ্ঠীর কর্ণধার বেণুগোপাল ধুতের বিরুদ্ধে চার্জশিট পেশ হয়েছে। ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে দীপককে। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন তিন জন। উল্লেখ্য, চন্দার বিরুদ্ধে অভিযোগ, দীপকের সংস্থাকে সুবিধা পাওয়ানোর বদলে ভিডিয়োকনকে ১৮৭৫ কোটি টাকা ঋণ মঞ্জুর করেন তিনি।