প্রতীকী ছবি।
ডলারের সাপেক্ষে টাকার দাম আরও পড়ার সম্ভাবনা বেশ কম বলে দাবি করলেন আর্থিক বিষয়ক সচিব সুভাষচন্দ্র গর্গ। তাঁর মতে, কয়েক দিনের মধ্যেই ডলারের দাম ৬৮-৬৯ টাকা হবে। উল্লেখ্য, বৃহস্পতিবার ১ ডলারের দাম ছিল ৭০.১৫ টাকা।
শনিবার মার্চেন্টস চেম্বারের সভায় গর্গ বলেন, ‘‘সম্প্রতি তুরস্কের আর্থিক সমস্যার জেরেই টাকার দাম কমেছে। তবে সেই সমস্যা ক্রমশ থিতিয়ে আসছে। আশা করছি টাকার দাম এ বার বাড়বে।’’ গর্গের বক্তব্য, বিশ্ব বাজারে তেলের দাম না বাড়লে ডলার ৬৮-৬৯ টাকায় থিতু হতে পারে।
পাশাপাশি তাঁর দাবি, ডলারের দাম বাড়ায় চলতি খাতে বিদেশি মুদ্রা লেনদেন ঘাটতি বাড়তে পারে বলে যে ধারণা রয়েছে তা ঠিক নয়। কারণ, সে ক্ষেত্রে মূল্যবৃদ্ধি বাড়লেও ডলারের চাহিদা ও জোগানের তারতম্য হয় না।