Fuel

থামল পেট্রল, ডিজেল ৭৫

জ্বালানির চড়া দরে দেশ জুড়ে ক্ষোভের পারদ চড়ছে। সংশ্লিষ্ট মহলের একাংশের মতে, ক্ষোভের আঁচে কিছুটা জল ঢালতেই সম্ভবত পেট্রলের দরে রাশ টানল তেল সংস্থাগুলি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৪ জুন ২০২০ ০৬:৫৬
Share:

প্রতীকী ছবি।

টানা ১৭ দিন বাড়ার পরে থমকাল পেট্রলের দর। তেল সংস্থা সূত্রের খবর, কলকাতায় আজ, বুধবার আইওসি-র পাম্পে তা বিকোবে মঙ্গলবারের দামেই, লিটার পিছু ৮১.৪৫ টাকায়। তবে ডিজেল আজও বেড়েছে। এই নিয়ে টানা ১৮ দিন। দিল্লিতে ডিজেলের দর ইতিমধ্যেই রেকর্ড গড়েছে। কলকাতায় ৪৩ পয়সা বেড়ে লিটার ৭৫.০৬ টাকা। ২০১৮ সালের ৫ নভেম্বর তা ছিল ৭৫.০২ টাকা।

Advertisement

জ্বালানির চড়া দরে দেশ জুড়ে ক্ষোভের পারদ চড়ছে। সংশ্লিষ্ট মহলের একাংশের মতে, ক্ষোভের আঁচে কিছুটা জল ঢালতেই সম্ভবত পেট্রলের দরে রাশ টানল তেল সংস্থাগুলি। যদিও অন্য অংশের দাবি, অশোধিত তেলের পাশাপাশি টাকা-ডলারের বিনিময় মূল্য এবং বিশ্ব বাজারে পেট্রল-ডিজেলের দরের উপরেও নির্ভর করে দেশে দুই জ্বালানির দাম। আর যেহেতু বিশ্ব বাজারে পেট্রল সস্তা হয়েছে, তাই তার প্রতিফলন ঘটেছে দেশে।

এ দিন কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠকেও তেলের দাম বৃদ্ধি নিয়ে কথা হয়। সাধারণ মানুষের স্বার্থে ঘা দেওয়ার অভিযোগ তুলে ফের কেন্দ্রের বিরুদ্ধে তোপ দাগেন দলের সভানেত্রী সনিয়া গাঁধী ও নেতা রাহুল গাঁধী। কংগ্রেস জানিয়েছে, স্বাস্থ্য বিধি মেনে শীঘ্রই এর প্রতিবাদে রাস্তায় নেমে বিক্ষোভ দেখাবে তারা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement