Stock Market News

৮১ হাজারে আটকে সেনসেক্স, বাজার পড়লেও চমক তথ্যপ্রযুক্তি-মেটাল স্টকে

সপ্তাহের প্রথম দিনেই নিম্নমুখী শেয়ার সূচক। তথ্যপ্রযুক্তি এবং সংকর ধাতুর স্টকে লগ্নিকারীরা অবশ্য ভাল লাভের মুখ দেখেছেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৯ ডিসেম্বর ২০২৪ ১৬:২৩
Share:

—প্রতীকী ছবি।

সপ্তাহের প্রথম দিনেই লগ্নিকারীদের মাথায় হাত। সোমবার, ৯ ডিসেম্বর ফের নামল শেয়ারের সূচক। যদিও ৮১ হাজারের গণ্ডি ধরে রেখেছে সেনসেক্স। নিফটি পড়েছে প্রায় ৬০ পয়েন্ট। বড়দিনের আগে সুচক ঊর্ধ্বমুখী হোক, চাইছেন বিনিয়োগকারীরা।

Advertisement

এ দিন বম্বে স্টক এক্সচেঞ্জ (বিএসই) বন্ধ হওয়ার পর দেখা যায় ৮১,৫৩১.৯৯ পয়েন্টে গিয়ে থেমেছে সেনসেক্স। এতে ১৭৭.১২ পয়েন্টের পতন দেখা গিয়েছে। অর্থাৎ সেনসেক্স নেমেছে ০.২২ শতাংশ। সকালে ৮১,৬০২.৫৮ পয়েন্টে খোলে বিএসই। দিনের মধ্যে সর্বোচ্চ ৮১,৭৮৩.২৮ পয়েন্টে চড়েছে বাজার।

অন্য দিকে ২৪,৬১৯ পয়েন্টে গিয়ে বন্ধ হয়েছে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ (এনএসই)। নিফটিতে ৫৮.৮০ পয়েন্টের পতন লক্ষ্য করা গিয়েছে। শতাংশের নিরিখে এটি কমেছে ০.২৪। এনএসই খোলার সময়ে ২৪,৬৩৩.৯০ পয়েন্টে দাঁড়িয়েছিল নিফটি। দিনের মধ্যে সর্বোচ্চ ২৪,৭০৫ পয়েন্টে ওঠে সূচক।

Advertisement

ব্রোকারেজ ফার্মগুলি জানিয়েছে, সোমবার ২,২২২টি শেয়ারের দর বৃদ্ধি পেয়েছে। দাম কমেছে ১,৬৯২টি স্টকের। এ ছাড়া ১৫১টি শেয়ার অপরিবর্তিত রয়েছে। দিনভর ঊর্ধ্বমুখী ছিল তথ্যপ্রযুক্তি ও সংকর ধাতুর স্টকের সূচক। বিএসইতে ছোট ও মাঝারি পুঁজির সংস্থাগুলির শেয়ারের দাম বেড়েছে যথাক্রমে ০.৪ এবং ০.২ শতাংশ।

পাশাপাশি, এফএমসিসি ও মিডিয়া সংস্থাগুলির লেখচিত্রে দু’শতাংশ করে পতন দেখা গিয়েছে। ০.৫ শতাংশ নেমেছে ফার্মা, রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক, গাড়ি নির্মাণকারী এবং শক্তি বা এনার্জি সংস্থাগুলির স্টকের দর। সংকর ধাতুর শেয়ার ০.৫ শতাংশ এবং ক্যাপিটল গুডসের শেয়ারে এক শতাংশ ঊর্ধ্বমুখী হয়েছে। তথ্যপ্রযুক্তি সংস্থার মধ্যে ‘ইনফোসিস’-এর স্টক ধরে রাখার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞদের একাংশ।

এ দিন নিফটিতে সর্বাধিক লোকসানের মুখ দেখেছেন টাটা কনজ্যুমার, হিন্দুস্তান ইউনিলিভার লিমিটেড, টাটা মোটরস্, অ্যাক্সিস ব্যাঙ্ক এবং নেসলে ইন্ডিয়ার স্টকে লগ্নিকারীরা। অন্য লাভের মুখ দেখিয়েছে লার্সেন অ্যান্ড টুব্রো, উইপ্রো, এসবিআই লাইফ ইন্স্যুরেন্স, বিপিসিএল ও টাটা স্টিলের লগ্নিকারীরা।

(বিশেষ দ্রষ্টব্য: শেয়ার বাজারে লগ্নি বাজারগত ঝুঁকি সাপেক্ষ। আর তাই বিশেষজ্ঞদের পরামর্শ মেনেই স্টকে বিনিয়োগ করুন। এতে আর্থিক ভাবে লোকসান হলে আনন্দবাজার অনলাইন কর্তৃপক্ষ কোনও ভাবেই দায়ী নয়।)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement