Interest Rates

মেয়াদি প্রকল্পে অতিরিক্ত সুদ

এ বার রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক অব ইন্ডিয়া উঁচু সুদের নতুন একটি প্রকল্পের ঘোষণা করল। তারা জানিয়েছে, ৬৬৬ দিনের এই স্থায়ী আমানতে ৭.৩% বার্ষিক হারে সুদ মিলবে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০২ জুন ২০২৪ ০৮:৪১
Share:

—প্রতীকী চিত্র।

সপ্তাহ দুয়েক আগে মেয়াদি আমানত প্রকল্পে সুদের হার বাড়িয়েছিল দেশের বৃহত্তম বাণিজ্যিক ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক। বাকি ব্যাঙ্কগুলি তাদের অনুসরণ করবে কি না, সে ব্যাপারে আলোচনা শুরু হয় তখন থেকেই। এ বার রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক অব ইন্ডিয়া উঁচু সুদের নতুন একটি প্রকল্পের ঘোষণা করল। তারা জানিয়েছে, ৬৬৬ দিনের এই স্থায়ী আমানতে ৭.৩% বার্ষিক হারে সুদ মিলবে। প্রবীণ নাগরিকেরা পাবেন ৫০ বেসিস পয়েন্ট বেশি, অর্থাৎ ৭.৮%। আর ৮০ বছরের ঊর্ধ্বে অতিপ্রবীণেরা পাবেন ৭.৯৫%। ২ কোটি টাকার কম আমানতের ক্ষেত্রে এই প্রকল্পের সুবিধা পাওয়া যাবে।

Advertisement

আর এক রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক ইউনিয়ন ব্যাঙ্ক অব ইন্ডিয়াও (ইউবিআই) তাদের মেয়াদি আমানত প্রকল্পগুলিতে সংশোধন এনেছে। তারা জানিয়েছে, ২ কোটি টাকার কম অঙ্কের আমানতে ৩৯৯ দিনের প্রকল্পে ৭.২৫% হারে সুদ দেবে তারা। প্রবীণ এবং অতিপ্রবীণদের ক্ষেত্রে তা যথাক্রমে ৭.৭৫% এবং ৮%। এটিই তাদের সর্বোচ্চ সুদ। দু’টি ব্যাঙ্কই শনিবার থেকে প্রকল্পগুলি কার্যকর করেছে। এর ফলে সুদ নির্ভর প্রবীণদের কিছুটা সুরাহা হবে বলে মত সংশ্লিষ্ট মহলের।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement