Solar Electricity

সৌর এবং জল বিদ্যুতে জোর রাজ্যের

রাজ্য বিদ্যুৎ নিয়ন্ত্রণ কমিশন রাজ্য বিদ্যুৎ বণ্টন সংস্থার কিছু মাসুল বৃদ্ধির প্রস্তাবে সায় দিয়েছে সম্প্রতি। এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, তা এখন কার্যকর হচ্ছে না।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৭ মে ২০২৩ ০৯:০৪
Share:

আগামী কয়েক বছরে আরও ১৭৬০ মেগাওয়াটের সৌর বিদ্যুৎ প্রকল্প গড়ে উঠবে। প্রতীকী চিত্র।

দূষণহীন অপ্রচলিত বিদ্যুৎ উৎপাদনে জোর দিচ্ছে ভারত-সহ গোটা বিশ্ব। তাতে শামিল পশ্চিমবঙ্গও। শুক্রবার বণিকসভা ইন্ডিয়ান চেম্বারে পূর্বাঞ্চলের দ্বিতীয় ‘এনার্জি কনক্লেভ’-এ বিদ্যুৎ ক্ষেত্রে রাজ্যের নানা ‘সাফল্যে’র ছবি তুলে ধরে বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস জানান, মুকুটমণিপুর, বক্রেশ্বর-সহ কিছু জায়গায় আগামী কয়েক বছরে আরও ১৭৬০ মেগাওয়াটের সৌর বিদ্যুৎ প্রকল্প গড়ে উঠবে।

Advertisement

এ দিকে, রাজ্য বিদ্যুৎ নিয়ন্ত্রণ কমিশন রাজ্য বিদ্যুৎ বণ্টন সংস্থার কিছু মাসুল বৃদ্ধির প্রস্তাবে সায় দিয়েছে সম্প্রতি। এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, তা এখন কার্যকর হচ্ছে না।

এ দিন অরূপের দাবি, এখন রাজ্যের মোট সৌর বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ১৩৫.৫৮ মেগাওয়াট। আরও ১৭৬০ মেগাওয়াট আসবে আগামী ক’বছরে। এর মধ্যে মুকুটমণিপুরের প্রকল্প ৭০০ মেগাওয়াটের। সূত্রের খবর, সেটি গড়বে রাজ্য বিদ্যুৎ বণ্টন সংস্থা। বক্রেশ্বরে ৫০০ মেগাওয়াটের জলে ভাসমান সৌর বিদ্যুৎ প্রকল্পটি এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্কের আর্থিক সহায়তায় গড়বে রাজ্য বিদ্যুৎ উন্নয়ন নিগম।

Advertisement

এ ছাড়া অরূপবাবু জানান, পুরুলিয়ায় ৯০০ মেগাওয়াটের ‘পাম্পড স্টোরেজ’ ভিত্তিক জলবিদ্যুৎ প্রকল্পের পাশাপাশি তুর্গায় আরও ১০০০ মেগাওয়াটের একটি প্রকল্পও হবে। এই প্রকল্পে দিনে বিদ্যুতের চাহিদা কম থাকার সময় পাম্প দিয়ে উপরের জলাধারে জল তোলা হয়। সূর্যাস্তের পরে চাহিদা বাড়লে সেই জল ছেড়ে তা থেকে বিদ্যুৎ উৎপাদন করা হয়। বিকল্প বিদ্যুৎ ক্ষেত্রে ‘পাম্পড স্টোরেজ’ প্রকল্পে জোর দেওয়ার কথা জানান গ্রিড কন্ট্রোলার অব ইন্ডিয়ার পূর্বাঞ্চলের এগ্‌জ়িকিউটিভ ডিরেক্টর রাজীব সূত্রধরও। তাঁর মতে, পুরুলিয়ার প্রকল্পে ১০ মিনিটে শূন্য থেকে ৮০০ মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ উৎপাদন করা যাবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement